নিজস্ব প্রতিনিধি
সম্প্রতি উদয়পুর শহরের নাট্যদল অভিমুখ থিয়েটারের উদ্যোগে ভুবনেশ্বরী মন্দিরে (রাজবাড়ীর মঞ্চে) ৩ দিন ব্যাপি “নাট্যসৃজন – ২০২৫ স্মৃতিতে দেবানু” এক নাট্যোৎসবের আয়োজন করা হয়েগেল। এই নাট্যসৃজনে প্রথমদিন প্রথম নাটক পরিবেশন করেছেন পাথারকান্দি নাট্যজন, আসামের শিল্পীরা। তাদের নাটক নূপুর মাঝির বৈঠা। রচনা ও নির্দেশনা অভিজিৎ দাস।
এদিন সন্ধ্যায় দ্বিতীয় নাটক মঞ্চস্থ করেছেন আয়োজকরা। উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক ওথেলো অবলম্বনে অভিজিৎ দাস নির্দেশিত নাটক ওথেলো রিটার্নস। দ্বিতীয়দিন সন্ধ্যায় প্রথম নাটক মঞ্চস্থ হয় পশ্চিমবাংলার নাট্যদল রানীকুঠি আংগিক-এর নাটক ইনক্যামেরা। নির্দেশনা সুশান্ত মজুমদার। এদিন দ্বিতীয় নাটক কথাচিত্র ধর্মনগরের পরিবেশনা অপারপথ। অনির্বাণ সেন রচিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন অনামিকা ভট্টাচার্য। তৃতীয়দিন নাট্যসৃজনের তৃতীয় অর্থাৎ শেষদিন।

এদিন প্রথম নাটক মঞ্চায়ন করেছে আয়োজক নাট্যদল অভিমুখ। তাদের নাটক ট্রোল। নির্দেশনায় পিযুশ দাস। দ্বিতীয় নাটক থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারী প্রযোজিত নাটক ইউ সি- ১০। এরপর নাট্যসৃজনের শেষ নাটক মঞ্চস্থ করেছে পশ্চিমবাংলার নাট্যদল হেমাংগ সাংস্কৃতিক সংস্থা, নাটক মিউজিয়াম অফ স্পিসিস ইন ডেঞ্জার। নির্দেশনায় অভিজিৎ দাস। প্রত্যেকদিন উদয়পুরের নাট্যপ্রেমী মানুষকে নাটক দেখার ধন্যবাদ জানিয়েছেন নাট্যসৃজন ২০২৫ এর আহ্বায়ক আকাংখা ভট্টাচার্য।
উল্লেখ্য অভিমুখ থিয়েটার শহরের বুকে জন্ম নিয়েছিলো ২০১৫ সালে। এরপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত অভিনয় করে যাচ্ছে অভিমুখ-এর শিল্পীরা। ২০১৮ সাল থেকে নিয়মিত শহরে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় নাট্যসৃজন নামে নাট্যোৎসব করে আসছে অভিমুখ। এবার ৮ম নাট্যসৃজন আয়োজন করলো এই নাট্যদল। অভিমুখ এর নির্দেশক অভিজিৎ দাস জানান এই নাট্যসৃজনকে কেন্দ্র করে এই বছর শিবপ্রসাদ দেব স্মৃতি নাট্যবন্ধু সম্মান রাজ্যের তিনজন যুব প্রতিভাকে প্রদান করা হয়েছে। তারা হলেন নাট্য অভিনেতা নির্দেশক অমরজিত সরকার (কৈলাশহর) সংগীত পরিচালক সংকর্ষন ঘোষ (উদয়পুর) নাট্য নির্দেশক, অভিনেতা পিযুশ দাস (মেলাঘর)।
(তথ্যসূত্র- ইন্দ্রজিৎ)