Wednesday, November 13, 2024
Wednesday, November 13, 2024
Homeখবরআসানসোল কথাভাষ্যর নাটকের উৎসব

আসানসোল কথাভাষ্যর নাটকের উৎসব

নিজস্ব প্রতিনিধি

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি আসানসোল রবীন্দ্রভবনে আসানসোল কথাভাষ্য আয়োজন করেছে দুই দিনের নাটকের উৎসব। তাদের এই নাটকের উৎসব সপ্তম বর্ষে পদার্পণ করল।

প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজক নাট্যগোষ্ঠী কথাভাষ্যর প্রযোজনায় নাটক ‘বিরোধ বিহীন’।এই নাটকের পরচালক তাপস দত্ত। এই দিনের দ্বিতীয়দিনের নাটক বারাসাত অনুশীলনী প্রযোজিত ‘ধর্মনগর’, সম্পাদনা ও পরিচালনায় বিজয় মুখোপাধ্যায়। এরপর ময়না অন্য ভাবনার প্রযোজনায় ‘ভৌতিক’, পরিচালনায় স্বরাজ ঘোষ।

দ্বিতীয় দিন অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় প্রথম নাটক উত্তরপাড়া উত্তরায়নের প্রযোজনায় নাটক ‘ আরও একদিন’, পরিচালনায় জয়ন্ত দাশগুপ্ত। এইদিনের দ্বিতীয় নাটক আসানসোল রেপার্টারি থিয়েটারের কথানাট্য ‘বাবা’, পরিচালনায় স্বপন বিশ্বাস। তৃতীয় ও উৎসবের শেষ নাটক আসানসোলের নাট্যদল সতীর্থর প্রযোজনায় ‘বহুরপী উপাখ্যান’, পরিচালনায় বাণীব্রত রাজগুরু।

প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে এই দুইদিন অঞ্চলের মানুষ মোট ৬ টা নাটক দেখতে পাবেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular