উত্তরপাড়া গণভবনে সমতট আয়োজিত নাট্যোৎসব

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি

সমতট আয়োজিত নাট্যমেলা ‘২৩ শুরু হচ্ছে ২২ ডিসেম্বর। উৎসব শেষ হবে ৩১ ডিসেম্বর। হুগলীর উত্তরপাড়া গণভবনে অনুষ্ঠিত হবে এই নাট্যোৎসব। এখন অপেক্ষা দেশ বিদেশের বাংলা নাটকের মেলা নিয়ে সেজে ওঠার।

কলকাতার গণকৃষ্টি নাট্যদল প্রযোজিত প্রথমদিনের প্রথম অভিনয় ‘অথবা রবিঠাকুর’, নাটক ও নির্দেশনা অমিতাভ দত্ত। অভিনয়ে দেবশংকর হালদার ও অমিয়শংকর হালদার।
দ্বিতীয় দিনে অভিনয় ঢাকা আরণ্যক নাট্যদলের প্রযোজনায় ‘রাঢ়াঙ’, নাটক ও নির্দেশনায় মামুনুর রসিদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, জয়রাজ।

তৃতীয় দিন উত্তরপাড়া সমতট সংস্কৃতি প্রযোজিত বাদল সরকারের নাটক ‘যদি আর একবার’, নির্দেশনায় সৌম্যদেব হুই।

চতুর্থদিন কলকাতার নয়ে নটুয়া প্রযোজিত ‘মিতালি’, নাটক নির্দেশনায় গৌতম হালদার।

পঞ্চম দিন কলকাতার প্রাচ্য নাট্যদল প্রযোজিত ‘মণিকর্ণিকায় মণিকা’, নির্দেশনায় বিপ্লব বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে বিশ্বজিত চক্রবর্তী, জয়রাজ ভট্টাচার্য, দীপক হালদার।

ষষ্ঠ দিনের অভিনয় যাদবপুর রম্যাণি প্রযোজিত অরুণ মুখোপাধ্যায় নির্দেশিত ‘হারানের নাত জামাই’। অভিনয়ে মেঘনাদ ভট্টাচার্য, চন্দন সেন শান্তিলাল মুখোপাধ্যায় সৌমিত্র বসু প্রমুখ।

সপ্তম দিনের সন্ধ্যায় কলকাতার সংসৃতি প্রযোজিত অর্পিতা ঘোষের নাটক ‘খোক্কস’। নির্দেশনা ও সিনোগ্রাফি দেবেশ চট্টোপাধ্যায়। অভিনয়ে দেবশংকর হালদার।

অষ্টমদিনে কলকাতার পূর্ব-পশ্চিম নাট্যদলের প্রযোজনায় ‘জোছনা কুমারী’ নির্দেশনায় সৌমিত্র মিত্র। অভিনয়ে মেঘানাদ ভট্টাচার্য, শুভাশিষ মুখার্জী।

- Advertisement -
সাম্প্রতিক পোস্ট
এধরনের আরও পোস্ট
- Advertisement -