Tuesday, December 3, 2024
Tuesday, December 3, 2024
Homeবাংলা নাটকউত্তরবঙ্গের ঝুম্পার ভালবাসার ক্ষেত্র মূকাভিনয়

উত্তরবঙ্গের ঝুম্পার ভালবাসার ক্ষেত্র মূকাভিনয়

বিজয়কুমার দাস

থিয়েটারে নতুন প্রজন্ম : পর্ব ৫

উত্তরবঙ্গের ঝুম্পা ধর দীর্ঘ সময় জড়িয়ে আছে অভিনয়ের অঙ্গণের সঙ্গে। অভিনয়ের এক বিশেষ ধারা মূকাভিনয়। বলা বাহুল্য, মূকাভিনয় এক আশ্চর্য শিল্প। অভিনয়ের সঙ্গে যুক্ত অনেকেই, কিন্তু মূকাভিনয়ের সঙ্গে যুক্ত অভিনেত্রী সেই তুলনায় হাতে গোণা। ঝুম্পা কিন্তু তার অভিনয়ের বিষয় হিসাবে বেছে নিয়েছিল মূকাভিনয়কেই।

এই শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা একজন শিল্পী হিসাবে সে উত্তরবঙ্গ ছাড়াও অন্যত্র বিভিন্ন মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করেছে। চর্চাটা শুরু হয়েছিল ছোটবেলায় স্কুল জীবন থেকে। আর তখন থেকেই অভিনয়ের প্রতি একটা বিশেষ ভালবাসা জন্মেছিল তার।অভিনেত্রী জবা শর্মার ইচ্ছেডানা নামক একটি দলের সাথে প্রথম যুক্ত হয়ে সেখানে “গঙ্গাস্নান” নামে একটি নাটকে অভিনয় করে ঝুম্পা। সে নাটক অভিনীত হয়েছিল মুম্বাইয়ে।

এরপর মূকাভিনয়ের একটি দলকেই বেছে নেয় ঝুম্পা। কার্যত জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের সাথে যুক্ত হওয়ার পরই তার মূকাভিনয় নিয়ে পথ চলা শুরু। এই দলে ওভারকোট নামে একটি প্রযোজনায় সে প্রথম নিজেকে প্রকাশ করার সুযোগ পায়। নাটকটি দিল্লী, রাজস্থান, মণিপুরে পরিবেশিত হয়েছিল। এর পর থেকে নিজেকে মূকাভিনয়ে আরো মজবুত করে তোলার কাজে সচেষ্ট হয় ঝুম্পা। ইচ্ছেডানা, জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটার, রূপায়ণ প্রভৃতি দলের সাথে কাজ করার সূত্রে এই শিল্পে নিজেকে পরিচিত করে তোলে ঝুম্পা।

নানা চরিত্রকে এই শিল্পের মাধ্যমে প্রকাশ করলেও “একটি নারীকথা”য় নারী চরিত্রটি তার সর্বাধিক প্রিয় চরিত্র। এই উপস্থাপনায় একটি নারীর সংগ্রামের কথা বলা হয়েছে বলেই সেটা তার প্রিয় চরিত্র। থিয়েটারের সঙ্গে যুক্ত থাকতে থাকতে তার মনে হয়েছে, থিয়েটার আলোর পথ দেখায়। থিয়েটার নিজের প্রতিভা প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম।তাই সে অভিনয়কে আঁকড়ে ধরেছিল। সে মনে করে, মূকাভিনয় অভিনয় শাখার একটি অতি কঠিন ধারা। মুখে কথা না বলে অঙ্গভঙ্গীর মাধ্যমে ভাবের প্রকাশ যথেষ্ট কঠিন।তবু এই কঠিনেরেই ভালবেসেছে ঝুম্পা।

২০১৬ সালে ছাত্র যুব উৎসবে জেলায় প্রথম হওয়ার পর তার উৎসাহ আরও বেড়ে যায়। সে জানিয়েছে, ছোট থেকেই অভিনয়ের প্রতি তার একটা আগ্রহ ছিল, স্কুলে সব রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার একটা প্রবণতা ছিল। স্কুলে বেশ কয়েকবার নাটকে ও বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত থাকার সূত্রে সংস্কৃতির অঙ্গণটা তার পথচলার প্রিয় অঙ্গণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত অভিনয় থেকে সে পথচলা শুরু করে মূকাভিনয় নিয়েই।

স্কুলে “ঝানু চোর চানু” সহ বেশ কয়েকটা নাটকেই অভিনয় করেছিল ঝুম্পা। তারপর যুব উৎসবে মূকাভিনয় বিষয়ে প্রথম হওয়ার পর আগ্রহটা বেড়ে দ্বিগুণ হয়েছিল। শুধু জলুপাইগুড়ি নয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন মঞ্চে সে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পেয়েছে। মঞ্চে সে একটা মাত্র নাটক করেছে, বাকি সবই মূকাভিনয়। এক দশকের বেশি সময় ধরে ঝুম্পা মূকাভিনয়ের এক নিবেদিতপ্রাণ শিল্পী হিসাবে নিজেকে যুক্ত রেখেছে। এক্ষেত্রে এককভাবে যেমন মঞ্চে নেমেছে তেমনই দলগতভাবেও। ওভারকোট যেমন দলগত পরিবেশনা, তেমনই “একটি নারীকথা” তার সম্পূর্ণ একক পরিবেশনা। নিজেরই রচনা ও নির্দেশনাও। তার মূকাভিনয় জীবনে সৃষ্টি মাইম থিয়েটারের এক বিশেষ ভূমিকা আছে বলে সে মনে করে। এই দলের সব্যসাচী দত্তর কাছেই সে মূকাভিনয়ের পাঠ ও প্রশিক্ষণ গ্রহণ করেছিল। তাঁর দলেই কাজ করে সে পরিচিত হয়েছিল মূকাভিনয় শিল্পী হিসাবে।

উত্তরবঙ্গ তার ক্ষেত্র হলেও কলকাতার বিভিন্ন মঞ্চে সে বহুবার নিজেকে প্রকাশের সুযোগ পেয়েছে। ওভারকোট প্রায় ১৫ বারের বেশি পরিবেশন করেছে কলকাতার মঞ্চে।এই প্রযোজনাটি এ পর্যন্ত ৫০ রজনী অতিক্রান্ত বলে সে জানিয়েছে।
পশ্চিমবঙ্গ ছাড়াও রাজস্থান, কেরালা, মণিপুর, দিল্লি, আসামের বিভিন্ন মঞ্চে সে তার প্রযোজনা পরিবেশনের সুযোগ পেয়েছে।

কিন্তু কেন মূকাভিনয়কে বেছে নেওয়া?…. এই প্রশ্নের উত্তরে সে জানিয়েছে, কথা না বলে একটি চরিত্রের কথা সবার কাছে পৌঁছে দেওয়ার একটা আনন্দ আছে। পাশাপাশি নিজের একটা ভিন্ন ধারার নিজের প্রতিভাকে চেনানো যায়। নিজের অভিব্যক্তি সম্পর্কে একটা বোধ তৈরি হয়। যেখানে ভাষার কোনও ব্যবহার নেই। অথচ শরীর ও মনের ভাষা দিয়ে মানুষের মনের কাছাকাছি পৌঁছানো যায়, তাই এই শিল্প তার কাছে আদৃত এক শিল্প। নিজে এই শিল্পের সাথে যুক্ত থাকলেও তার মনে হয়, উত্তরবঙ্গের মানুষের রুটি রুজির লড়াই খুবই কঠিন।তাই শুধুমাত্র অভিনয় নিয়ে বেঁচে থাকাও কঠিন। ঝুম্পার উল্লেখযোগ্য কাজগুলি হল : ওভারকোট, মৃগয়া গাথা, গোয়েন্দা নিরু গোঁসাই, একটি নারীকথা, মুক্তধারা ইত্যাদি। বাড়ির সবার উৎসাহে ঝুম্পা এই পথে আরও হেঁটে যাওয়ার স্বপ্ন দেখে প্রতিদিন। কারণ, তার মনে হয় থিয়েটার আলোর পথ দেখায়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular