Tuesday, January 14, 2025
Tuesday, January 14, 2025
Homeখবরকাব্যাঙ্গন হালতু আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা

কাব্যাঙ্গন হালতু আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিনিধি

সম্প্রতি কলকাতার প্রসেনিয়াম আর্ট সেন্টারে কাব্যাঙ্গন হালতু একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল। যেখানে নাটক নিয়ে থেকেছেন সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়, ইচ্ছেডানা ও যাদবপুর ব্যতিক্রম। নাটক পাঠ ও অভিনয় ছাড়াও অনুষ্ঠানে ছিল আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নাট্যকর্মী, পরিচালক ও অভিনেতা জয়েশ ল, সুজন সাহা ও দেবা রায়। বন্ধুতায় পাশে ছিলেন পরভীন সিদ্ধিকি, তমাল দে ও দিলীপ দাস। কাব্যাঙ্গন হালতুর কর্ণধার বেবী সেন উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্বর্ধিত করেন জবা শর্মা, সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়, জয়েশ ল, সুজন সাহা ও দেবা রায়কে।

বিশেষ অতিথিদের বক্তব্যে উঠে আসে, নাট্য পরিসর প্রসেনিয়াম আর্ট সেন্টারে নিয়মিত নাট্যাভিনয় করার কথা। এই ব্যাপারে সেন্টারের প্রাণপুরুষ সিদ্দিকী এই বিষয়ে সহমত পোষন করে সহযোগিতার আশ্বাস দেন। এই অন্তরঙ্গ পরিসরে নিয়মিত নাট্যাভিনয় হয়। উক্ত নাট্যকর্মীদের উৎসাহে হয়তো আগামীতে আরও নাটক এখানে অভিনয় হবে।

সম্বর্ধনা অনুষ্ঠানের পর সঙ্গীত পরিবেশন করেন অর্ঘজ্যোতি সেন। এরপর নৃত্য পরিবেশন করেন পিয়ালী ভট্টাচার্য। এরপর নাটকপাঠ। অরূপকথা নাটকের নাট্যকার সুচরিতা বড়ুয়া চ্যাটার্জীর নিজের কণ্ঠেই। এরপরে ইচ্ছেডানা প্রযোজিত জবা শর্মা নাট্য রচনা, নির্দেশনা ও অভিনয়ে উপস্থাপীত হয় ‘তারাদের কথা’। এরপর পিনাকী চ্যাটার্জীর কবিতা, ‘রবীন্দ্রনাথকে যেমন পেয়েছি’ পাঠ করেন আবৃত্তিকার দেবারতি সেন। এই অনুষ্ঠানের শেষ নিবেদন ছিল যাদবপুর ব্যতিক্রমের নতুন নাটক দীনবন্ধুমিত্রের গল্প অবলম্বনে ‘যমপুরী জমজমাট’ -এর নাট্যাংশ অভিনয়। অভিনয় করেছেন আস্তিক নাইয়া, অরুণ অধিকারী, বরুন কয়াল, দীপঙ্কর ব্যানার্জী, সঞ্জয় দাস, অর্ক দাস, প্রবীর দে, অর্কন ব্যানার্জী, শুভশ্রী দত্ত, গ্রেসী চক্রবর্তী, আহিরি ও দেবা রায়। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন পিয়ালী ভট্টাচার্য।  

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular