চাকদহ নাট্যজনের শ্রেষ্ঠ নাটকের মেলা ‘২৪

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি

চাকদহ সম্প্রীতি মঞ্চে আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে চাকদহ নাট্যজন আয়োজিত নাট্যমেলা। চলবে ৪ জানুয়ারি।

প্রথম দিন উদবোধনের পরে মঞ্চস্থ হবে ঠাকুরনগর প্রতিধ্বনি প্রযোজিত ‘ফেলে আসা মেগাহার্টজ’, নাটক ও নির্দেশনায় ভাস্কর মুখার্জী।

দ্বিতীয় দিন ইচ্ছেমতো’র প্রযোজনা সে ‘কিত্তনখোলা’, পরিচালনায় সৌরভ পালোধী। এর সাথে থাকছে বহিরঙ্গণের নাটক ‘মা মুঝে টেগোর বনা দে’।

তৃতীয়দিন থাকছে বাংলাদেশের ফোক ব্যান্ড গ্রুপ’জলের গান’। তার আগে বহিরঙ্গণে চাকদহ নাট্যজনের শিশু কিশোর অভিনীত ‘নাট্য’।

চতুর্থ ও শেষ দিনে থাকছে আয়োজক দল চাকদহ নাট্যজনের প্রযোজনায় বিভাস চক্রবর্তীর নাটক ‘জগা খিছুরি’, পরিচালনায় কমল চট্টোপাধ্যায়। আর থাকছে তাদেরই প্রযোজনায় শর্মিলা মৈত্রের নাটক ‘পাঁচ ফোড়ন’, পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত।

চাকদহ পুরসভা ও সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহযোগিতায় এই আয়োজন।

- Advertisement -
সাম্প্রতিক পোস্ট
এধরনের আরও পোস্ট
- Advertisement -