নিজস্ব প্রতিনিধি
প্রতিমাসে একটি অন্তরঙ্গ নাট্য সন্ধ্যার আয়োজন করে আসছে শহীদ স্মৃতি সংঘের নিজস্ব নাট্যদল দক্ষিণের বাতাস। জুন মাসের ১৩ তারিখ তাপস-জ্ঞানেশ সভাকক্ষে (তপন থিয়েটারের তৃতীয় তল) ছিল এই আয়োজনের দ্বিতীয় সন্ধ্যা। অনুষ্ঠানের উদবোধন হয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। পরিবেশন করেন হেমকেশ। এরপর নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী সঞ্জয় দাস।
এইদিনের প্রথম নাটক ছিল শহীদ স্মৃতি সংঘের নিজস্ব দল দক্ষিণের বাতাস (ছোটদের শাখা) পরিবেশিত ‘আপনি আমাদের কে হন?’ বলবন্ত ঠাকুরের একটি নাটকের ভাব অনুসরণে নির্মিত এই নাটক। বাংলায় নাট্যরূপ দিয়েছেন দেবা রায়। এই নাটকের নির্দেশনার কাজ করেছেন অর্কন ব্যানার্জী। একদল ছোট ছোট ছেলেমেয়েদের মনের কথা। তাদের দৈনন্দিন জীবনের কথা দিয়ে সাজানো এই নাটক। বেশ সাবলীল ঢঙে নাটকটি উপস্থাপিত হয়েছে। এদিনের অভিনয়ে ছিলেন অভিজিৎ, মৈনাক, আকাশ, দীপ্ত, দেবরূপা, ঐশী, সমৃদ্ধি, রাহুল ও অর্কন। তারপর দুটি অসাধারণ নৃত্য পরিবেশন করেন রাজরূপা সেন।
নৃত্যের পর চাকদহ গণমুখ প্রযোজিত নাটক ‘আদাব’। সমরেশ বসুর কাহিনী অবলম্বনে এই নাটকের অভিনয় বহু দলকেই করতে দেখা যায়। তবে গণমুখ নিবেদিত এই প্রযোজনাটি দর্শক মনে দাগ কেটেছে। অন্তরঙ্গ পরিসরের বাইরে যেকোনো পরিসরের জন্যই এই নাটক নির্মান করা হয়েছে। এই নাটকে অভিনয় করেছেন ঋতুরাজ গোস্বামী ও রাজেশ ভট্টাচার্য। বেশ বলিষ্ঠ তাদের অভিনয় দক্ষতা।
এবং সবশেষে দক্ষিণের বাতাস প্রযোজিত ‘ভাইরাল ভজা’ নাটকটি অভিনীত হয়। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন দেবা রায়। বর্তমান সময়ে ‘ভাইরাল’ এই কথাটা জনমনে বেশ পরিচিত একটি শব্দ। তাই নাটকের বিষয়বস্তুকে বুঝে নিতে দর্শকের অসুবিধা হয়নি। এই নাটকে অভিনয় করেছেন ইলা ঘোষাল, অর্কন ব্যানার্জী, রাহুল দাস, সব্যসাচী সেনগুপ্ত, শিবশঙ্কর সাহা, সঞ্জয় দাস, কৃষ্ণকমল শর্মা ও কল্যান কুমার দাস। প্রত্যেক অভিনেতাই বেশ সাবলিল এবং অবশ্যই অতিনাটকীয় নয়। খুব স্বাভাবিক ছন্দে ঘটনা প্রবাহ এগিয়ে চলেছে।
প্রতিমাসে তাঁদের এই অন্তরঙ্গ নাট্যসন্ধ্যা সম্পর্কে দলের সম্পাদক সব্যসাচী সেনগুপ্ত জানান, এই আয়োজনের মধ্য দিয়ে তাঁরা নিয়মিত নাট্যচর্চাকে বজায় রাখতে চান, আর অন্যান্য নাট্যদলকে আমন্ত্রণ জানিয়ে নাট্যকর্মীদের সাথে সৌহার্দ স্থাপন করতে তাঁরা আগ্রহী। আর এই ব্যাপারে এবারে সুদুর চাকদহের নাট্যদল গণমুখ তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে তাদের এই আয়োজন সার্থক ও আন্তরিক বলা যেতে পারে।