দোলতলা নাট্যশালা আয়োজিত চার দিনের নাট্য সমারোহ ‘২৪

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে দোলতলা নাট্যশালার চার দিনের নাটকের উৎসব নাট্য সমারোহ ‘২৪। এটি তাদের দ্বিতীয় বর্ষের আয়োজন।

প্রথমদিন থাকছে ‘ ফেলে আসা থিয়েটার’ শীর্ষক এক আলোচনা সভা। আলোচক থাকছেন নাট্যকার অরূপ শংকর মৈত্র, নাট্যকার, নির্দেশক, অভিনেতা সৌমিত্র বসু। উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাডেমীর সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়। এরপর থাকছে সন্দর্ভ প্রযোজিত উজ্জ্বল চট্টপাধ্যায়ের নাটক ‘বসন্ত বিলাপ’, নির্দেশ্না সৌম্য মজুমদার।

দ্বিতীয়দিনের প্রথম নাটক অন্তর্মুখ প্রযোজিত ‘শুভদৃষ্টি ফুলশয্যা’, নাটক নির্দেশনা সৌমিত্র বসু। এরপর দ্বিতীয় নাটক কল্পায়ু প্রযোজিত ‘মনে জঙ্গলে’। নাটক ও পরিচালনায় জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। এই নাটকে অভিনয় করছেন রজতাভ দত্ত ও শঙ্কর চক্রবর্তী।

তৃতীয় দিন থাকছে উষ্ণীক প্রযোজিত ‘ভূত’, নাটক ও নির্দেশনায় ঈশিতা মুখোপাধ্যায়। এই নাটকে অভিনয় করবেন দেবশঙ্কর হালদার ও শুভাশিস মুখোপাধ্যায়।

চতুর্থ দিন থাকছে রঙ্গলোক প্রযোজিত সমরেশ বসুর কাহিনী অবলম্বনে তীর্থঙ্কর চন্দের নাটক ‘শেকল ছেঁড়া হাতের খোঁজে’ নির্দেশনা শ্যামল সরকার। অভিনয়ে থাকছে সঞ্জীব সরকার, সুদীপ মুখার্জী প্রমুখ।

- Advertisement -
সাম্প্রতিক পোস্ট
এধরনের আরও পোস্ট
- Advertisement -