নিজস্ব প্রতিনিধি
সম্প্রতি শেষ হল, নতুন পৃথিবী আয়োজিত ‘পাঁচে পঞ্চবাণ’ অনুষ্ঠানটি শেষ হল। পঞ্চম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে অফলাইন ও অনলাইন অনুষ্ঠান মিলিয়ে আয়োজিত গত তিন মাস ব্যাপী নাটকের আয়োজনের থিম ‘পাঁচে পঞ্চবাণ’। পাঁচটি বাণ অর্থাৎ পাঁচটি আলাদা আলাদা নাট্য সম্পর্কিত অনুষ্ঠান।
কারা এই নতুন পৃথিবী? একদল তাজা তরুন তুর্কি। যারা নিয়মিত নাটক, নাচ, গান ইত্যাদি সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিজেদের যুক্ত রাখেন। অর্থাৎ এখানে বড়দের সেইভাবে কোনও ভূমিকা নেই। অবশ্য কিছু অভিজ্ঞ নাট্যকর্মী নেপথ্যে থেকে তাঁদের কাজে উৎসাহ দেন।
‘পাঁচে পঞ্চবাণ’-এর প্রথম বান অর্থাৎ প্রথম অনুষ্ঠান (অফলাইন) অনুষ্ঠিত হয়েছিল ১১ই মার্চ মঙ্গলবার তাপস জ্ঞানেশ সভা কক্ষে (তপন থিয়েটার ত্রিতল)। উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। এরপর জলপাইগুড়ি উজান দলের ডালিয়া চৌধুরী ও এপিক থিয়েটারের দিলীপ মজুমদারকে নতুন পৃথিবীর পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। এরপর অভিনেত্রী বেবি সেনের একটি শ্রুতি নাটক পরিবেশনা অনুষ্ঠানকে বারতি মাত্রা এনে দিয়েছিল। তারপর জলপাইগুড়ি উজান প্রযোজিত ডালিয়া চৌধুরী নির্দেশিত ও অভিনীত অনুনাটক শিকড়, পাটুলি নিত্যনাট্য প্রযোজিত ‘নট ফর সেল’ ও নৃত্য সৃজনীর পক্ষে নৃত্য পরিবেশন করেন সঞ্জয় দাস। এছাড়া নতুন পৃথিবীর নিজস্ব নাটক শ্রেষ্ঠ আবিস্কার অভিনীত হয়।

নতুন পৃথিবী আয়োজিত ‘পাঁচে পঞ্চবাণ’ এর দ্বিতীয় বাণ অর্থাৎ দ্বিতীয় অনুষ্ঠান (অনলাইন) ‘বসন্ত উৎসব’। ১৩-১৫ মার্চ অনুষ্ঠিত হয়েছিল এই পর্বের অনুষ্ঠান, নতুন পৃথিবীর সোশ্যাল মিডিয়ায়।
এরপর ‘পাঁচে পঞ্চবাণ’ -এর তৃতীয় বাণ অর্থাৎ তৃতীয় অনুষ্ঠান (অফলাইন) অনুষ্ঠিত হয়েছিল ১১ই এপ্রিল শুক্রবার দক্ষি|ণ কলকাতার নান্দিমুখ-এ (গাঙ্গুলি পুকুর মোড়)। এই দিনটিই এই দলের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ জন্মদিন। অনুষ্ঠানে টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর শিশু ও কিশোর বিভাগের নিবেদন জুতা আবিষ্কার, তারপর যাদবপুর ব্যতিক্রমের প্রযোজিত কালো ব্যাগ অভিনয় হয়। নতুন পৃথিবীর (নৃত্য বিভাগ) পরিবেশনায় নৃত্যনাট্য শ্যামা (সংক্ষিপ্ত সংস্করণ)। এরপর আয়োজক দল নতুন পৃথিবী পরিবেশনায় নাটক ‘সবসে সস্তা গোস্ত’।
নতুন পৃথিবী আয়োজিত ‘পাঁচে পঞ্চবাণ’ এর চতুর্থ বান অর্থাৎ চতুর্থ অনুষ্ঠান (অনলাইন) ‘বৈশাখী উৎসব’। ১৪-১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল এই পর্বের অনুষ্ঠান, নতুন পৃথিবীর সোশ্যাল মিডিয়ায়।
এরপরের অন্তিম অনুষ্ঠান পঞ্চম বাণ (অফলাইন) অনুষ্ঠিত হয়েগেল গত ১১ই মে রবিবার সন্ধায় সন্তোষপুর অনুচিন্তন আর্ট সেন্টারে। পাঁচে পঞ্চবাণের পঞ্চম ও শেষ অনুষ্ঠান কথা কলমের নিবেদন নৃত্যনাট্য পূজারিণী এবং একক সংগীত পরিবেশনা। এরপর দক্ষিণের বাতাস প্রযোজিত নাটক ভাইরাল ভজা। এরপর নতুন পৃথিবীর (নৃত্য বিভাগ) পরিবেশনায় নৃত্যানুষ্ঠান। এরপর নতুন পৃথিবী প্রযোজিত নাটক ভীমরুল থেরাপি অভিনয়ের মধ্য দিয়ে পাঁচে পঞ্চবাণের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই অনুষ্ঠানের সার্বিক সাফল্যের নেপথ্যে যে তরুণ তুর্কিরা ছিলেন, তার হলেন- তানিশা তালুকদার, রিক্তা পাল, হৈমন্তিকা গুহ, অর্কন ব্যানার্জি, রাজীব বণিক, রুশা দত্ত, শ্রীময়ী চক্রবর্তী, রাহুল দাস, অরিজিৎ সরকার, প্রেরণা চৌধুরী, সমর্পিতা দত্ত, হেমকেশ গুহ, আরিয়ান দাস, সৌপর্ণ সরদার ও সায়ন দাস।