Tuesday, January 14, 2025
Tuesday, January 14, 2025
Homeখবরপ্রাক রজত জয়ন্তী বর্ষে শান্তিপুর নবারুণ আয়োজিত নাট্য প্রতিযোগিতা

প্রাক রজত জয়ন্তী বর্ষে শান্তিপুর নবারুণ আয়োজিত নাট্য প্রতিযোগিতা


নিজস্ব প্রতিনিধি


শান্তিপুরের নবারুণ আয়োজিত দীর্ঘদিনের নাট্যোৎসব এবার ৪৯ তম বর্ষে পদার্পণ করল। আজ থেকে আগামী ৭ জানুয়ারী পর্যন্ত চলবে এই নাট্য প্রতিযোগিতা। প্রতিদিন সন্ধ্যা ৫.৩০ টা থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরী মঞ্চে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

প্রথম দিন ৪ জানুয়ারী অর্থাৎ কাল বৃহস্পতিবার দেখা যাবে চারটি নাটক। প্রথম দর্শন বেলঘড়িয়া গোধুলী প্রযোজিত ‘আকাশ বড় মেখলা’, দ্বিতীয় দর্শন বেলঘড়িয়া অঙ্গন প্রযোজিত ‘স্বাধীনতা কাকে বলে’, তৃতীয় দর্শন নৈহাটি আরণ্যক প্রযোজিত ‘জলের ওপরে পানি’, এবং শেষ দর্শন জলপাইগুড়ি ছদ্মবেশী প্রযোজিত ‘কৃষ্ণকলি’। 
দ্বিতীয় দিনের প্রথম দর্শন কলকাতা ভূমিসুত প্রযোজিত ‘যন্ত্রনা’, দ্বিতীয় নাটক ত্রিবেনী নটনিকেতন প্রযোজিত ‘মেঘ’, তৃতীয় নাটক আগরপাড়া কালপুরুষ প্রযোজিত ‘যখন সময় থমকে দাঁড়ায়’।

তৃতীয় দিনেও তিনটি নাটক। প্রথম দর্শন ভদ্রেশ্বর থিয়েটার প্রসেনিয়ামের প্রযোজনায় ‘সওদাগড়ের নৌকা’, দ্বিতীয় দর্শন গোবরডাঙ্গা নাবিক প্রযোজিত ‘দর্পন’, তৃতীয় দর্শন নারকেলডাঙা স্বনীল প্রযোজিত ‘অমলের চিঠি’।

শেষ দিন অর্থাৎ ৭ জানুয়ারী তে প্রথম দর্শন চুঁচুড়া সারথি প্রযোজিত ‘Home শান্তি Home’, দ্বিতীয় নাটক বরাহনগর মনন প্রযোজিত ‘অলকেন্দু’, তৃতীয় নাটক শান্তিপুর উজান প্রযোজিত ‘শেষশিক্ষা’।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular