Wednesday, June 11, 2025
Wednesday, June 11, 2025
Homeনাটকপাড়ার থিয়েটার যুক্ত থাকার সূত্রেই গ্রুপ থিয়েটারে এসেছিল শুভ

পাড়ার থিয়েটার যুক্ত থাকার সূত্রেই গ্রুপ থিয়েটারে এসেছিল শুভ

বিজয়কুমার দাস

থিয়েটারের নতুন প্রজন্ম : পর্ব ২৪

পাড়ার এমেচার থিয়েটারে যুক্ত ছিল শুভ চট্টোপাধ্যায়। তাও একবার মাত্র মঞ্চে নেমেছিল। আর সেটাই তার থিয়েটারে হাতেখড়ি। মাধ্যমিক পরীক্ষার পর তিন মাসের কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছিল। সেখানেই আলাপ হয়েছিল অর্ণব নামে এক বন্ধুর সাথে। অর্ণব যুক্ত ছিল গ্রুপ থিয়েটারে।অর্ণবের সূত্রেই গ্রুপ থিয়েটারে যাতায়াত শুরু হয় শুভর। সেটা ২০১৬ সাল। সেই যে যাতায়াত শুরু, তা এখনো অব্যাহত। এখন সে গ্রুপ থিয়েটারের একনিষ্ঠ কর্মী ও অভিনেতা।

গ্রুপ থিয়েটারে যাতায়াত শুরু করলেও কেন যে থিয়েটারে এসেছিল সে প্রশ্নের উত্তর তার এখনও অজানা। প্রথম প্রথম যখন থিয়েটারে রিহার্সালে যাতায়াত শুরু হয়েছিল তার আগে বা তখনও পর্যন্ত নিয়মিত থিয়েটার চর্চায় যুক্ত থাকার তার কোন পরিকল্পনা ছিল না। বাড়িতে নাচ, গান, আবৃত্তির একটা পরিমন্ডল থাকলেও নাটকের কোন পরিমন্ডল ছিল না। তাই তার কাছেও এই প্রশ্নটার উত্তর এখনও অধরা, যখন সে থিয়েটারের একজন একনিষ্ঠ কর্মী এবং অবশ্যই অভিনেতা। তাই নিজেকেই সে মাঝেমাঝে প্রশ্ন করে, কেন থিয়েটারে এল? কেনই বা থিয়েটার করে? ….তবু থিয়েটারে যখন থার্ড বেলটা বাজে তখন থেকে কার্টেন পড়া অবধি তার মনে হয়, জীবনের সব বদহজমগুলো বমি করে বের দেওয়ার সুযোগ পায় সে। আর এই সুযোগটা হাতছাড়া করবে না বলেই এখনও সে থিয়েটার করে। থিয়েটার নিয়ে ভাবে।

প্রথমে শুভ অভিনয় করতে এসেছিল নিভা নাট্যগোষ্ঠীতে। পাঁচ-ছ বছর এই দলে অভিনয় করার সূত্রে যুক্ত ছিল শুভ। তার অভিনীত প্রথম নাটক লেখক ও নির্দেশক তরুণ ঠাকুর চক্রবর্তীর নির্দেশনায় “ওদের কথা”। এই নিভা নাট্যগোষ্ঠীতে আসার দু বছরের মাথায় যোগেশ মাইম একাদেমির সাথে যুক্ত হয়ে মাইম শিক্ষার পাঠ নেয় শুভ। তারই সঙ্গে চলতে থাকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়াশুনো। যে শুভর থিয়েটারে আসার কোন পরিকল্পনাই ছিল না সে যেন গভীরভাবে ঢুকে পড়েছিল থিয়েটারের জগতে।

রবীন্দ্রভারতীতে থিয়েটার নিয়ে পড়াশুনো ছাড়াও চেতনা, আনন্দম, মাঙ্গলিক, ডট থিয়েটার (হিন্দি), বেহালা ইউথোপিয়া, রঙ্গপীঠ ইত্যাদি দলে বিভিন্ন সময় যুক্ত ছিল শুভ। এছাড়াও থিয়েটার নিয়ে একটা NGO-র সাথে বিভিন্ন কমিউনিটি ওয়ার্ক করেছে পিছিয়ে থাকা শিশু কিশোরদের কাছে গিয়ে। সিনেমা, ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগও পেয়েছে। সত্যিসত্যিই যে কখনো থিয়েটারে আসার কথা ভাবেইনি, সে হয়ে উঠল নানা অভিজ্ঞতাসমৃদ্ধ থিয়েটারকর্মী।

এ পর্যন্ত অভিনীত থিয়েটারে এত অভিজ্ঞতা অর্জনের পরেও শুভ জানিয়েছে, সেভাবে কোন প্রিয় চরিত্র নেই তার। একজন থিয়েটার কর্মী হিসাবে যখন যে চরিত্রে অভিনয় করেছে তখন সেটাই হয়ে উঠেছে তার প্রিয় চরিত্র। কারণ সব চরিত্রই তার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। থিয়েটার জগৎ নিয়েও তার মনে হয়েছে, যে কোন জগৎ নিয়ে পুরোপুরি ধারণা অর্জন করা সারা জীবনেও সম্ভব নয়। যে কোন কর্মক্ষেত্রেই সবাইকে ভাল এবং খারাপ দু-রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগোতে হয় – এই ধারণা নিয়েই সেও থিয়েটার করে চলেছে।তবু শুভ চট্টোপাধ্যায় জানিয়েছে, তার ক্ষেত্রে ভালর পরিমাণটা হয়তো খানিকটা বেশিই।আর সে জন্যেই থিয়েটার নিয়ে কিছু কথা বলার সামর্থ তার হচ্ছে বা হয়েছে।

থিয়েটার নিয়ে কি আদৌ বেঁচে থাকা সম্ভব? ..…এ প্রশ্নের উত্তরে শুভ জানিয়েছে,কোন একটা কিছুকে কেন্দ্র করেই একটা গোটা জীবন বেঁচে থাকা যায় না। তেমনই কোন একটা কিছুকে কেন্দ্র করে কখনো বেড়ে ওঠা সম্ভব নয় বলে তার ধারণা। তাই সে জানে,তার জীবনেও বেঁচে থাকার জন্য থিয়েটার ছাড়াও আরো অন্য কিছুর দরকার।অনেক অনেক  অনেক কিছু। এই হাজার হাজার অনেক কিছুর মধ্যে একটা টুকরো হল থিয়েটার। সে ভাবে, যেদিন এই হাজার হাজার টুকরোগুলো উড়ে যাবে,সেদিন হয়তো তার অগোচরেই থিয়েটারটাও উড়ে যাবে। তবু সে মনে করে,থিয়েটার করে জীবনে হয়তো বেঁচেও থাকা যায়।কারণ,থিয়েটার করতে এসে সে দেখেছে, বহুজন থিয়েটার করে বেঁচে আছে,জীবন যাপন করছে।তবে শুভর জীবনে সেটা এখনো সম্ভব হয়ে ওঠেনি বলে সে অকপটে জানিয়েছে।

যদিও শুভর জীবনে তার শিল্পচর্চার সবচেয়ে বড় উৎসাহের চালিকাশক্তি সে নিজেই, তবু পরিবারের মানুষজন তার থিয়েটারচর্চায় কখনো বাধা হয়ে ওঠেনি।তার কাছে একটা পরম প্রাপ্তি। আর সেটা সম্বল করেই শুভ থিয়েটার করে চলেছে।এ পর্যন্ত তার অভিনীত নাটকগুলি হল: ওদের কথা, মতিলাল পাদরি, কালোখ্রিষ্ট, ক্ষুদিরাম (প্যান্টো মাইম), জাতি হি পুছো সাধু কি (হিন্দি), গোগো মোমো, জয় মা কালি বোর্ডিং ইত্যাদি। এ ছাড়াও “সাড়ে তিন” নামে একটি নাটক নির্দেশনার সুযোগও পেয়েছে।

থিয়েটার শুভ চট্টোপাধ্যায়ের কাছে একটা লড়াই অথবা একটা যুদ্ধের মত। তাই থিয়েটারের ক্ষেত্রটা তার কাছে একটা যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধে জয়ী হবার স্বপ্ন নিয়েই থিয়েটার করে চলেছে থিয়েটারকর্মী ও অভিনেতা শুভ চট্টোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular