Tuesday, December 17, 2024
Tuesday, December 17, 2024
Homeখবরভারত রঙ-মহোৎসবে বাংলাদেশের নাটক ‘দমের মাদার’ আমন্ত্রিত

ভারত রঙ-মহোৎসবে বাংলাদেশের নাটক ‘দমের মাদার’ আমন্ত্রিত

দিলীপ মজুমদার

বিশ্বের সর্ববৃহৎ ও অত্যন্ত সম্মানজনক নাট্য উৎসব ভারত রঙ-মহোৎসব। এবছর ফেব্রুয়ারির ১ থেকে ২১ তারিখ পর্যন্ত ভারতের ১১ টি শহরে একযোগে উৎসবটি চলবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে নাট্যম রেপার্টরি’র বহুল আলোচিত এবং জনপ্রিয় নাটক ‘দমের মাদার’। 

‘দমের মাদার’ নাট্যম রেপার্টরির প্রথম প্রযোজনা ২০১০ সালে ৩০ এপ্রিল প্রথম মঞ্চায়ন হয় এ পর্যন্ত ভারতের নানা ফেস্টিবলে ১৬ বার এই নাটকটি নিয়ে নাটক অংশগ্রহণ করেছে এই বছর দিল্লির ন্যাশনাল স্কুল অফ প্রাইমার আয়োজনে ২৩ তম ভারত রঙ মহোৎসবে ‘দামের মাদার’ নাটকটি আমন্ত্রণ পেয়েছে।

আগামী ৯ ফেব্রুয়ারি রাজস্থানের যোধপুরে সংগীত নাট্য একাডেমীর মিলনতানে নাটকটির ৬৯তম এবং দিল্লির মেঘদূত অডিটরিয়ামে নাটকটির ৭০ তম শো’ এর মঞ্চায়ন হবে।

বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় লুকোয়াখ্যান মাদারকে নিয়ে এই নাটকটির কাহিনী রচিত হয়েছে। বংশ পরম্পরায় জরিনা বিবি মাদার পীরের  অনুসারী এবং তার রয়েছে বিশাল এক জনগোষ্ঠী যারা মাদার পীরের পরম ভক্ত এবং তারা সৃষ্টিকর্তার আনুকূল্য ও নৈকট্য লাভের সাধনা করেন।

সমাজের অশুভ শক্তি তাকে ধ্বংস করার মাধ্যমে দখল করতে চায় তাদের সম্পত্তি। সত্য আর অসত্যের দ্বন্দ্ব মধ্যে বিলীন হয় সমাজের অশুভ শক্তি। প্রতিষ্ঠা পায় পরম আত্মার মহিমা। সত্য সুন্দর পবিত্র।

সাধনা আহমেদ রচিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা। মঞ্চ ও আলোর নির্মাণ করেছেন জুনায়েদ ইউসুফ। মিউজিক করেছেন পরিমল মজুমদার ও শিশির রহমান। অভিনয়ে শিশির রহমান। পারভিন পারু, মাহমুদ আকতার, শুভাশিষ দত্ত তন্ময়, তারক নাথ দাস, অমিতাভ রাজীব, তহমিনা খাতুন, রোকসানা আকতার মেঘলা, শাকিল আহমেদ, শারফুল ইসলাম মামুন, মিহ কামরুল ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular