Tuesday, June 24, 2025
Tuesday, June 24, 2025
Homeখবরশিলিগুড়ি ইন্টারন্যাশানাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিল ‘ভগবানের মার’

শিলিগুড়ি ইন্টারন্যাশানাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিল ‘ভগবানের মার’

নিজস্ব প্রতিনিধি

শিলিগুড়ি ইন্টারন্যাশানাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এবার জায়গা করে নিল মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেতা টয় সেন অভিনীত ‘ভগবানের মার’ ছবিটি। আগামী ১৭ ডিসেম্বর এই ছবিটি ফেস্টিভ্যালে স্ক্রিনিং হবে। সিনহা মিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবির নির্দেশক ঋষভ।   

এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হবে শিলিগুড়ির বিধান মার্কেটের বিপররীতে মেসার্স ফুড এন্ড ব্যাঙ্কোয়েট (হোটেল এম্পি’স)-এ। সকাল ৯টা থেকে স্ক্রিনিং শুরু। শুরুতেই আছে অস্ট্রেলিয়ার নির্দেশক স্টিফেন পরিচালিত ‘মাই লাইফ’। এরপর সকাল ৯-১৬ তে ভারতের শুভ দের সিনেমা ‘নোমোফোবিয়া’ দেখানো হবে। ৯-২৩ এ হীরা দাসে ‘কানখোয়া’। ৯-৫৯ এ বাদল সরকারের ‘আমার কল্পনা’। ১০-২০ তে থাকছে সোমনাথ মণ্ডলের পরিচালনায় ‘মদন ভেরী- ব্রেদ অফ দ্যা ঘাসিস’। এরপর ১০-৫৩ তে সঞ্জয় চন্দ্রশেখরণ পরিচালিত ‘ক্যানভাস’। আছে ইউনাইটেড কিংডামের সিনেমা পেমন মানদেগর পরিচালিত ‘দ্যা টর্চার’। থাকছে স্পেনের সিনেমা ‘আলমা’, পরিচালনায় সেবাস্টিয়ান সালাজার ক্ল্যারো। বিপ্লব সান্যাল পরিচালিত সুইডেনের সিনেমা ‘দ্যা গ্রাম্ফি আঙ্কেল’। শেষে থাকছে ইউনাইটেড স্টেটস এর সিনেমা ‘ব্ল্যাক শিপ’ পরিচালনায় জেম সেজ কটন। এছাড়াও ভারতীয় ছবি এই ফেস্টিভ্যালে দেখানো হবে।

বাংলা থেকে ভগবানের মার ছবিটি ঘিরে প্রোডাকসন টীমের মধ্যে একটা ভালো লাগার প্রবণতা দেখা গেছে। বিকেল পাঁচটার পর সব কটি ছবি স্ক্রিনিং হয়ে যাবার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিলিগুড়িএ এই ফিল্ম ফেস্টিভালটি এই নিয়ে পঞ্চম বছর সম্পুর্ণ করলো।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular