নিজস্ব প্রতিনিধি
শহীদ স্মৃতি সংঘের নিজস্ব নাট্যদল দক্ষিণের বাতাস আয়োজিত নিয়মিত অন্তরঙ্গ নাটকের আয়োজনে তৃতীয় রজনীর নাট্যসন্ধ্যা সুসম্পন্ন হয়ে গেল গত ২৬ জুলাই, ব্ল্যাক বক্স ইন্টিমেট থিয়েটার স্পেসে।
এই সন্ধ্যায় তিনটি নাটকের আয়োজন ছিল। নাট্যানুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। সঙ্গীত পরিবেশন করেন শহীদ স্মৃতি সঙ্ঘের নিজস্ব নাট্যদল ‘আবেশ’ এর দুই শিল্পী রেশমি সোম সরকার ও ঝিলম চক্রবর্তী। গানের শেষে শুরু হয় নাট্যানুষ্ঠান।
প্রথম নাটক পরিবেশন করে, নতুন পৃথিবী। এক ঝাঁক তরুণের তারুণ্য নিয়ে তারা অভিনয় করেন, ‘ভীমরুল থেরাপি’। দেবা রায় রচিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন অর্কন ব্যানার্জী। অদ্ভুত এক ভোগবাদী বাজার কেন্দ্রিক সময়ে দাঁড়িয়ে কীভাবে মানুষের পারস্পরিক সম্পর্কগুলো ভেঙ্গে যাচ্ছে, তারই প্রতিফলন ঘটেছে এই নাটকে। নাটকের পাত্রপাত্রী প্রত্যেকে তাঁদের নিজস্ব চরিত্র চিত্রণে যথাযথ ছিলেন। অভিনয় করেছেন রাহুল দাস, প্রেরণা চৌধুরী, অরিজিৎ সরকার, আরিয়ান দাস, হৈমন্তিকা গুহ, অর্কন ব্যানার্জী।
এই দিনের দ্বিতীয় নাটক ছিল সাদার্ন এভিনিউ চরৈবেতি প্রযোজিত সেল-ও-টেপ। নাট্য রচনা ও নির্দেশনায় ছিলেন শান্তপ্রিয় মুখোপাধ্যায়। দ্বৈত চরিত্রের এই নাটকটি ইতিমধ্যে শহরের বিভিন্ন জায়গায় অভিনয় হয়ে চলেছে। নাটকের কন্টেন্ট ও অভিনয় নাটকটিকে উপভোগ্য করেছে। এবং অবশ্যই দর্শক সমাদৃত হয়েছে। বর্তমান সময় যা অপূর্ন তিলোত্তমার অধরা বিচারকে স্মরণ করিয়ে দিয়ে যায়। অনবদ্য অভিনয় করেছেন অমিতা মৈত্র, সাথে মৌসুমী সরকার। ধ্বনি প্রক্ষেপণে ছিলেন চন্দ্রীল মুখার্জী।
তৃতীয় নাটক আয়োজক গোষ্ঠী শহীদ স্মৃতি সঙ্ঘের নিজস্ব নাট্যদল দক্ষিণের বাতাস প্রযোজিত ‘ভাইরাল ভজা’। এই নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন দেবা রায়। বর্তমান সামাজিক মাধ্যম ও তার প্রয়োগ যার মাধ্যে মানুষের মেধা মানসিকতার পরিবর্তন, যার ভয়াবহতার ইঙ্গিত দিয়ে যায় এই নাটক, তবে সমাজ বাস্তবতাকে স্বীকার করে নিয়ে, এর জনস্বার্থ বিষয়টিকে উপেক্ষা না করে, দর্শকমনে প্রশ্ন রেখে যায়, নতুন করে ভাবার। এইদিন এই নাটকে অভিনয় করেছেন রথী রায়, কল্যান কুমার দাস, সঞ্জয় দাস, কৃষ্ণ কমল শর্মা, শিব শংকর সাহা, অর্কন ব্যানার্জী, রাহুল দাস ও অনন্যা রায়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রথী রায়। এইভাবে আগামীদিনেও তাঁদের এই নাট্য পরিক্রমা অব্যাহত থাকবে, এমনটাই জানালেন দক্ষিণের বাতাসের সম্পাদক সব্যসাচী সেনগুপ্ত।