নিজস্ব প্রতিনিধি
মনোজ মিত্রের বাঞ্ছারামের বাগান আবার মঞ্চে ফিরিয়ে আনছে অশোকনগর
নাট্যমুখ। তাদের দল বিশিষ্ট নাট্যকার নির্দেসক অভিনেতা মনোজ মিত্রকে
জীবনকৃতি সম্মান জানিয়েছে। দলের কর্ণধার অভি চক্রবর্তী জানিয়েছেন
নাট্যকারের সাথে তাদের দীর্ঘ দিনের সম্পর্ক। আজ এমনি এক রাজনৈতিক অস্থির
সময়ে তাদের এই নাটক নির্বাচনে একটি উল্লেখযোগ্য দিক, বাঞ্ছা চরিত্রে
অভিনয় করবেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনার জেলা
সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী।
যিনি নিজেই তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘অশোকনগরে বিধায়ক হয়ে
আসার পর নাট্যমুখের অভি চক্রবর্তী’র সঙ্গে পরিচয় আমার জীবনের বন্ধ দরজা
খুলে দিয়েছে।’ অর্থাৎ তার থিয়েটারের প্রতি ভালোবাসা বা আকর্ষণ, যা এর আগেই
তিনি নাট্যোৎসব সংগঠিত করবার মধ্যে দিয়ে প্রমাণ করেছিলেন, এবার স্বয়ং
মঞ্চের স্পটলাইটের নীচে দাঁড়াবার জোরদার প্রস্তুতি নিচ্ছেন স্বয়ং নারায়ন
গোস্বামী। অভিনয়ে নিজেকে প্রস্তুত করছেন কিংবদন্তি বাঞ্ছারামের চরিত্রে।
মনোজ মিত্রের এই ‘সাজানো বাগান’ থেকে এ নাট্যের নব-নির্মাণ করছেন
প্রথিতযশা পরিচালক অশোকনগর নাট্যমুখের অভি চক্রবর্তী। উনি জানাচ্ছেন,
‘নারায়ণ গোস্বামীকে কেন্দ্র করে এই থিয়েটারটি দলের ২৫ বছরে মনোজ মিত্রের
প্রতি তাদের শ্রদ্ধার্ঘ।‘
তারা তাকে জীবনকৃতি সম্মানও দিয়েছিল। পরিচালক
জানান মোহিত চট্টোপাধ্যায় নভেন্দু সেনের পর তার ইচ্ছা ছিল মনোজ মিত্রের
কোনো নাটক করবার, কিন্তু বাঞ্ছা তিনি কাকে দিয়ে করবেন, নারায়ণ বাবুর কাছে
ব্যক্তিগত স্তরে ইচ্ছে প্রকাশ করতেই রাজী হন এবং দলের সকলে প্রযোজনা
নির্মানে জাপিয়ে পড়েন। এই কাজে দলের প্রতিষ্ঠিত অভিনেত্রী সংগীতা চক্রবর্তী
এবং বর্ষীয়াণ অভিনেতা অরূপ গোস্বামী যথেষ্ট শ্রম দান করছেন। এ ছাড়াও
একদল নতুন পুরোনো অভিনেতা ও শিক্ষানবীশ অভিনেতা এই কাজে সামিল। অভিনেতা
রাজা গুহও আছেন এই কাজটিতে।
আগামী ৫ অক্টোবর ২০২৪ নিউব্যারাকপুর কৃষ্টিতে এই নাটকের প্রথম অভিনয়
দেখা যাবে সন্ধে সাড়ে ছটায়।