Tuesday, January 27, 2026
Tuesday, January 27, 2026
Homeখবর‘বর্ধমান পৌর উৎসব ২০২৩’ আয়োজিত নাট্য প্রতিযোগিতা

‘বর্ধমান পৌর উৎসব ২০২৩’ আয়োজিত নাট্য প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি

‘বর্ধমান পৌর উৎসব ২০২৩’ আয়োজিত নাট্য প্রতিযোগিতা এবার বর্ধমানের টাউন হলে। আগামী ১৯ ডিসেম্বর এই নাট্য প্রতিযোগিতার শুরু হবে। চারদিনে থাকছে মোট ১১টি নাটক। নাট্য প্রদর্শনীর শেষ দিনে নাটকের শেষে প্রতিযোগিতা ফলাফল ও নাটকের বিশ্লেষণ থাকবে।

প্রথমদিন অর্থাৎ ১৯ ডিসেম্বরে প্রথম দর্শন মুক্তমনন স্পীড প্রযোজিত ‘নামতে নামতে’। দ্বিতীয় দর্শন অনুভূমি সাংস্কৃতিক সংস্থা প্রযোজিত ‘সেই সুর’। তৃতীয় দর্শন কালচারাল ইউনিট প্রযোজিত ‘অপরাহ্নের আলো’। শ্নগকর বসুঠাকুরের রচনায় ও সুব্রত চক্রবর্তীর নির্দেশনায়।

দ্বিতীয় সন্ধ্যায় প্রথম দর্শন বর্ধমান কুশীলব প্রযোজিত সঞ্জয় চট্টোপাধ্যায়ের নাটক ‘নমক হারাম’। নির্দেশনা দিয়েছেন প্রিয়তোষ রায়। এরপর দ্বিতীয় দর্শন ঐক্যতান মণিমেলা প্রযোজিত রবীন্দ্রনাথের ‘রাজা ও রাজদ্রোহী’, পরিচালনায় অনির্বান বিশ্বাস। তৃতী দর্শন ইনসাইড আইট প্রযোজিত শ্যামাকান্ত দাসের নাটক ‘গুলশন’, কৃষ্ণেন্দু সাহার পরিচালনায়।

তৃতীয় সন্ধ্যায় অর্থাৎ ২১ ডিসেম্বরে প্রথম দর্শন বর্ধমান মৌলিক প্রযোজিত মনোজ মিত্রের নাটক ‘হনুমতি পালা’, নির্দেশনায় রঞ্জন পাল। দ্বিতীয় দর্শন পূর্ববর্ধমান পথিকৃৎ নাট্য সংস্থা প্রযোজিত ‘বার ডান্সার’, রচনা ও নির্দেশনায় শঙ্খ দাস। তৃতীয় দর্শন বর্ধমান স্বপ্ন অঙ্গন প্রযোজিত ‘পথভোলা’।

চতুর্থ ও শেষ দিনের সন্ধ্যায় প্রথম দর্শন শিল্পী সমন্বয় প্রযোজিত সুব্রত কাঞ্জিলালের নাটক ‘সেই বিদ্রোহী’, নির্দেশনায় বাসুদেব ঘোষ। এইদিনের শেষ নাটক ফাল্গুনী রায়ের নাটক অবলম্বনে সৌমাল্য মুখোপাধ্যায়ের নির্দেশনায় ‘কালো খ্রিস্ট’।   

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular