Tuesday, November 19, 2024
Tuesday, November 19, 2024
Homeখবরসমকালীন সংস্কৃতি আয়োজিত মোহনামুখী নাট্যোৎসব

সমকালীন সংস্কৃতি আয়োজিত মোহনামুখী নাট্যোৎসব

নিজস্ব প্রতিনিধি

আগামী ২৬ ডিসেম্বর বিমল বন্দ্যোপাধ্যায় স্মরণে মননে শুরু হচ্ছে মোহনামুখী নাট্যোৎসব কলকাতার তপন থিয়েটারে। এটি সমকালীন সংস্কৃতির ১৭ তম নাট্য আয়োজন।

প্রথমদিন বিকাল ৫-৩০ টায় অনুষ্ঠানের উদবোধন করবেন নির্দেশক কুন্তল মুখোপাধ্যায়, নাট্য বিশেষজ্ঞ রঞ্জন গঙ্গোপাধ্যায় ও পরিচালক চন্দন দাশ। এরপর প্রথম দর্শন অনীক প্রযোজিত সমৃদ্ধি ব্যানার্জীর নাটক ‘ঊরগ’, পরিচালনায় অনুভব সেনগুপ্ত। দ্বিতীয় দর্শন যাদবপুর নাট্য ঐক্য প্রযোজিত ‘সংবাদ শিরোনাম’, নাটক ও পরিচালনায় সুজন সাহা।

দ্বিতীয়দিনে প্রথম দর্শন বহরমপুর যুগাগ্নি প্রযোজিত শিবশংকর চক্রবর্তীর নাটক ‘দুষ্টু কথা’, নির্দেশনা দেবাশিস সান্যাল। এরপর থাকছে বারাসাত অনুশীলনী প্রযোজিত শেখর সমাদ্দারের নাটক ‘ধর্মনগর’ পরিচালনায় প্রেমাংশু রায়।

তৃতীয় দিনে প্রথম নাটক কোন্নগর অশনি প্রযোজিত মৈনাক সেনগুপ্তের নাটক ‘এই দিন অন্য দিন’ নির্দেশনা অভিক চট্টোপাধ্যায়। শেষে দিনের শেষ নাটক হরিপাল আশ্রমিক প্রযোজিত ‘থাপ্পর’, নাটক ও নির্দেশনায় ভাস্কর দাশ।

এই উৎসবে প্রথম দিনে সাত্যকি রায় স্মারক সম্মান প্রদান করা হবে অজিত রায়কে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular