নিজস্ব প্রতিনিধি
আগানী ৩০ ডিস্বম্বর দিলীপ মুখার্জী স্মৃতি সংঘের পরিচালনায় ‘দিলীপ স্মৃতি নাট্যোৎসব’ শুরু হবে। কলকাতার তিলজলা পিকনিক গার্ডেনে এই একাঙ্ক নাটকের উৎসব চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ৩০ থেকে ৪ ডিসেম্বর প্রতিদিন ৪ টি করে মোট ২৪ টি নাটক সাথে শেষের দিন ৫ জানুয়ারি থাকছে পূর্ণাঙ্গ নাটক।
প্রথমদিনের প্রথম দর্শন বালিগঞ্জ স্বপ্ন সূচনা প্রযোজিত ‘কন্ট্রাক্ট কিলার’, দ্বিতীয় দর্শন কোন্নগর অশনি প্রযোজিত ‘শনিবার’, তৃতীয় দর্শন থিয়েটার চন্দননগর প্রযোজিত ‘লিপ ইয়ার’, চতুর্থ দর্শন কলকাতা বহুমুখ প্রযোজিত ‘সময় অ-সময়’।
দ্বিতীয় দিনের প্রথম দর্শন তমলুক আনন্দলোক ড্রামাটিক ক্লাব প্রযোজিত ‘এবং ধীশঙ্কর’, দ্বিতীয় নাটক ভদ্রকালী থিয়েটার প্রসেনিয়াম প্রযোজিত ‘নব বর্ণপরিচয়’, তৃতীয় নাটক কলকাতা অনীক প্রযোজিত ‘ঈশ্বর’, চতুর্থ নাটক টালিগঞ্জ রঙ্গ ব্যঙ্গ প্রযোজিত ‘গো করোনা গো’।
তৃতীয় দিন ১ জানুয়ারি প্রথম দর্শন ব্যান্ডেল দিশারী প্রযোজিত ‘এখনো প্রাণ আছে’, দ্বিতীয় দর্শন কল্যানী থিয়েটার্স মেকার্স প্রযোজিত ‘ ১৪ ১৫ ১৬’, তৃতীয় দর্শন শ্যামবাজার ভূমিসুত প্রযোজিত ‘যন্ত্রনা’, চতুর্থ নাটক বালিগঞ্জ দশরূপক প্রযোজিত ‘বাঁক’।
চতুর্থ দিনের প্রথম নাটক হাওড়ার পাঁতিহাল বেদুইন প্রযোজিত ‘লজ্জা’, দ্বিতীয় নাটক বজবজ ঋক নাট্য সংস্থা প্রযোজিত পিয়ানো। তৃতীয় দর্শন ব্যান্ডেল নান্দনিক প্রযোজিত ‘হাজার মাইল অন্ধকার’, চতুর্থ নাটক যাদবপুর নাট্যঐক্য প্রযোজিত ‘সংবাদ শিরোনাম’।
পঞ্চম দিন প্রথম দর্শন বিভাব নাট্য একাডেমী প্রযোজিত ‘জীবন এর রূপ কথা’, দ্বিতীয় দর্শন কাকদ্বীপ নোনা থিয়েটার প্রযোজিত ‘দংশন’, তৃতীয় দর্শন সরস্বতী নাট্যশালা প্রযোজিত ‘বিবেকনামা’, শেষ দর্শন পিকনিক গার্ডেন মঙ্কুর প্রযোজিত ‘দাশরথীর মন্ত্রপাঠ’।
ষষ্ঠ দিনের প্রথম নাটক নবদ্বীপ সায়ক প্রযোজিত ‘আকাশ আজো নীল’, দ্বিতীয় নাটক মধ্যমগ্রাম দর্পন প্রযোজিত ‘সুবর্ন জয়ন্তী’, তৃতীয় নাটক উত্তরপাড়া সমতট সংস্কৃতি প্রযোজিত ‘আঁধারমণি’, চতুর্থ নাটক চন্দননগর সৃজন প্রযোজিত ‘শুদ্ধি করণ’।
সপ্তম ও শেষ দিনে থাকছে পূর্ণাঙ্গ নাটক বাদল সরকারের ‘তিন তস্কর’ নাটকটি।