Tuesday, January 13, 2026
Tuesday, January 13, 2026
HomeখবরNatyotsab: খাসকেন্দা অগ্রদূত সংঘ আয়োজিত নাট্য উৎসব

Natyotsab: খাসকেন্দা অগ্রদূত সংঘ আয়োজিত নাট্য উৎসব

নিজস্ব প্রতিনিধি

খাসকেন্দা অগ্রদূত সংঘ আয়োজিত নাট্য উৎসব শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর। চলবে ২৪ ডিসেম্বর। দুই দিনের এই না?টকের উৎসবে থাকবে মোট ছটি নাটক। নাটকগুলি হবে বিকাশ চৌধুরী মঞ্চে (খাসকেন্দা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন)।  

প্রথমদিনের প্রথম দর্শন আসানসোল প্রত্যয়ী প্রযোজিত উৎপল দত্তের ‘মেঘ’ নাটক অবলম্বনে রচনা করেন। রূপায়ন ও নির্দেশনায় অর্ঘ্য চক্রবর্তী। দ্বিতীয় নাটক রাণীকুঠি জিয়নকাঠি প্রযোজিত আত্মরতি। নির্দেশক কল্লোল মুখার্জী। এরপর তৃতীয় দর্শন থিয়েটার নবোদয় প্রযোজিত কৌশিক চট্টোপাধ্যায়ের নাটক ‘সুরের জাদু’ , নির্দেশনায় উত্তম চট্টোপাধ্যায়।

দ্বিতীয়দিন প্রথন দর্শন খাসকেন্দা অগ্রদূত  প্রযোজিত ‘সচ্চরিত্র চোর্চরিত্র’ , নাট্যকার ও নির্দেশক শুভাশিস খামারু। দ্বিতীয় নাটক সালকিয়া সৃষ্টি প্রযোজিত মোহিত চট্টোপাধ্যেয়ের কাহিনী অবলম্বনে ‘ভগবানও ভুল করে’, রূপায়ন ও নির্দেশনায় হরপ্রসাদ চক্রবর্তী। তৃতীয় নাটক নাট্যরূপা প্রযোজিত আবীর ঘোষের নাটক ‘আন্ধার গড়খাই’, নির্দেশনায় ময়ুখরঞ্জন দত্ত।

সমগ্র নাট্যোৎসবটিতে কোনো প্রবেশ মূল্য নেই। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে নাটক শুরু। এই উৎসব ১৫ তম বছরে পদার্পণ করল।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular