নিজস্ব প্রতিনিধি
ময়নাগুড়ি অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় সারা বাংলা একাংক নাট্যোৎসব ’২৩ এর শুভ সূচনা আজ বুধবার। ময়নাগুড়ির ফুটবল ময়দানে দুর্গাবাড়ি মুক্তমঞ্চে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। পাঁচদিন ব্যাপী চলবে এই উৎসব। মনোরঞ্জন সাহা ও বিজয় কুমার আগরওয়ালার স্মৃতিতে এই নিবেদন, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
প্রথমদিন অর্থাৎ আজ প্রথম দর্শন থাকছে নদীয়ার মাটিয়ারী ইচ্ছে পাখি প্রযোজিত নাটক ‘মহুয়া সুন্দরী। এরপর দ্বিতীয় প্রদর্শন পূর্ব বর্ধমানের ময়না অন্যভাবনা প্রযোজিত ‘ভৌতিক’।
দ্বিতীয়দিন অর্থাৎ আগামীকাল থাকছে তিনটি নাটক। প্রথম দর্শন জলপাইগুড়ির ছদ্মবেশী প্রযোজিত ‘কৃষ্ণকলি’। দ্বিতীয় দর্শন থাকছে কলকাতার মাচার মানুষ প্রযোজিত ‘মৃত্যুদেশ’ এরপর আসামের নাট্যনীড় প্রযোজিত নাটক ‘অথঃ শিক্ষা বিচিত্রা’।
তৃতীয়দিনের প্রথম দর্শন উত্তর কলকাতার আবর্তন প্রযোজিত ‘কাল বা পরশু’। এরপর দ্বিতীয় দর্শন আয়োজক গোষ্ঠী ময়নাগুড়ি অ্যাথলেটিক ক্লাবের প্রযোজনায় ‘অবজ্ঞাত শর্বরী’ । এরপর থাকছে কলকাতার অন্দরমহল প্রযোজিত ‘দুনিয়া ডট কম’।
চতুর্থদিন ২৩ ডিসেম্বর কলকাতা থেকে আগত শ্যামবাজার নাট্যকাব্য প্রযোজিত নাটক ‘সহবাস’। এরপর থাকছে কোচবিহারের হলদিবাড়ির কোলাজ নাট্যদলের প্রযোজনায় ‘শূণ্যতা’। এরপর বর্ধমানের মুক্তমনন স্পীড-এর প্রযোজনায় ‘সাতশো ছিয়াশি’।
উৎসবে প্রবেশে কোনো প্রবেশ মূল্য নেই। শীতের এই মরসুম অন্যান্য জেলার মতো জলপাইগুড়িও নাটকের উৎসব নিয়ে জমজমাট।
শেষদিনে কলকাতা থেকে আগত টালিগঞ্জ রঙ্গ ব্যঙ্গ অদ্বিতীয়া প্রযোজিত ‘গ’ য়ে গন্ডোগোল। দ্বিতীয় দর্শন কলকাতার নাট্যকথা প্রযোজিত ‘ভাসান মামা’। উৎসবের শেষ প্রদর্শন উত্তর চব্বিশ পরগনা থেকে আগত ভাটপাড়া আরণ্যক প্রযোজিত ‘কুহক তন্ত্র”।