Tuesday, December 24, 2024
Tuesday, December 24, 2024
Homeখবরবারাসাত স্পন্দন আয়োজিত নাট্যকল্প ২০২৩

বারাসাত স্পন্দন আয়োজিত নাট্যকল্প ২০২৩

                                              নিজস্ব প্রতিনিধি

আজ, বুধবার থেকে শুরু হচ্ছে বারাসাত স্পন্দন আয়োজিত নাটকের উৎসব। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বারাসাত রবীন্দ্রভবনে চলবে এই নাটকের উৎসব। বিশিষ্ট নট, নাট্যকার, নির্দেশক ও প্রয়াগ প্রকাশনীর কর্ণধার স্বপন দাস রচিত নাটকের সমাহারে আয়োজিত এই নাট্য উৎসব।

আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক উদবোধনের সাথে নাট্যকার স্বপন দাস স্মরণে থাকছে শ্রধার্ঘ নিবেদন। আলোকপাত করবেন বিশিষ্ট নাট্যকার চন্দন সেন। এরপর থাকছে বারাসাত স্পন্দন শিশু কিশোর বিভাগ প্রযোজিত নাটক ‘গোবরার সাতকাহন’ নির্দেশনায় প্রসূন বন্দ্যোপাধ্যায়। শেষে থাকছে মধ্যমগ্রাম দর্পন প্রযোজিত নাটক ‘সুবর্ন জয়ন্তী’, পরিচালনায় অমিতাভ দত্ত।

দ্বিতীয় দিনের প্রথম দর্শন বর্ধমান মুক্তমনন প্রযোজিত নাটক ‘৭৮৬’, নির্দেশনায় অমিতাভ চন্দ্র। এরপর থাকছে বারাসাত স্পন্দন প্রযোজিত নাটক শেষ বিবৃতি। পরিচালনায় গোপাল ইন্দু। এরপর আর একটি নাটক। কলকাতার শ্যমবাজার নাট্যচর্চা কেন্দ্র প্রযোজিত ‘বোধ’, যার পরিচালনায় সমরেশ বসু।

তৃতীয়দিনের প্রথম দর্শন বারাসাত স্পন্দন প্রযোজিত ‘এ কোন আলো’, পরিচালনায় পবিত্র মুখোপাধ্যায়। এরপর হালিশহর ইউনিটি মালঞ্চ প্রযোজিত ‘ আত্মকথন’, নির্দেশনায় দেবাশিস সরকার।
চতুর্থ দিনে প্রথমে থাকছে বারাসাত স্পন্দন প্রযোজিত ‘ উৎস সন্ধানে’ পরিচালনায় মুরারি মুখোপাধ্যায়। এরপর উত্তরপাড়া থিয়েটার প্রসেনিয়াম প্রযোজিত নাটক ‘স্বপ্নের সারথি’।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular