Tuesday, July 29, 2025
Tuesday, July 29, 2025
Homeআলোচনাডলস্ থিয়েটারের পুতুল নাটক কর্মশালা

ডলস্ থিয়েটারের পুতুল নাটক কর্মশালা

সৌরভ চট্টোপাধ্যায়

সম্প্রতি  ৭,৮,৯ জুন তেপান্তর নাট্যগ্রামে বসেছিল একটি পুতুল নাটক কর্মশালা। কর্মশালার আয়োজন করে ভারতবর্ষের অন্যতম পরিচিত ডলস্ থিয়েটার। তিনদিনের কর্মশালায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন ২১ জন শিক্ষার্থী।

শিশু থেকে তরুণ, বিভিন্ন বয়সের এই সকল উৎসাহি অংশগ্রহণকারীদের পুতুল নাটক সম্পর্কে ধারনা, হাতে কলমে পুতুল নির্মাণ ও তার প্রয়োগ সম্বন্ধে প্রশিক্ষণ দেন ডলস্ থিয়েটারের নির্দেশক সুদীপ গুপ্ত ও শ্রীপর্ণা ভঞ্জ গুপ্ত। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে তিনদিনের এই শিল্প কর্মশালায় সকলের আগ্রহ ও যোগদান ছিল চোখে পড়ার মতো।

কর্মশালার শেষ দিন অর্থাৎ ৯ জুন তেপান্তর নাট্যগ্রামের উন্মুক্ত আম বাগানে উপস্থাপিত হয় কর্মশালায় নির্মিত তিনটি ছোট পুতুল নাটিকা। যা নির্মাণ করেন শিক্ষার্থীরা। এরপর সকলের হাতে প্রশংসাপত্র প্রদান করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন এবং আমরা নাট্যদলের নির্দেশক কল্লোল ভট্টাচার্য।

পুতুল নাটকের মতো একটি প্রাচীন নাট্য শৈলী যে আজও গুরুত্বপূর্ণ তা এই কর্মশালা থেকে উপলব্ধি করা যায়। ডলস্ থিয়েটারের এই আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তেপান্তর নাট্যগ্রাম ও ভাবনা থিয়েটার পত্রিকা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular