Wednesday, November 27, 2024
Wednesday, November 27, 2024
Homeবাংলা নাটকপাইরেসির ভয়ে ভারতে দু’সপ্তাহ পিছিয়ে গেল দুই বাংলার প্রযোজনায় তৈরি ‘দরদ’-এর মুক্তি

পাইরেসির ভয়ে ভারতে দু’সপ্তাহ পিছিয়ে গেল দুই বাংলার প্রযোজনায় তৈরি ‘দরদ’-এর মুক্তি

ঢাকা ও কলকাতা – বাংলাদেশের রাজনৈতিক পরিস্তিতি এখনও টলমল। আর্থিক অবস্থাও নৈব নৈব চ। এই পরিস্তিতিতে বিনোদনের ডালি নিয়ে এগিয়ে এসেছেন পরিচালক অনন্য মামুন। শুক্রবার বাংলাদেশ-সহ ২১টি দেশে মুক্তি পাচ্ছে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি বাংলা সিনেমা ‘দরদ’। যে ছবি ভারতের প্রেক্ষাপট নিয়ে তৈরি হলেও মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা শাকিব খান।

বাংলাদেশের পাশাপাশি ভারতের কলা-কুশলীদের নিয়ে যৌথ প্রযোজনায় ‘দরদ’ তৈরি হলেও শুক্রবার কিন্তু ভারতে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। এর কারণ হিসেবে পরিচালক অনন্য মামুন ‘পাইরেসি’র যুক্তি তুলে ধরেছেন। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘‘প্রথমে একসঙ্গেই মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু ‘পাইরেসি’র কথা ভেবেই আমরা পিছিয়ে আসি। তাই বাংলাদেশে মুক্তির দু’সপ্তাহ পর ভারতে ‘দরদ’ মুক্তি পাবে।’’

অনন্য আরও জানিয়েছেন, সাম্প্রতিক অতীতে বাংলাদেশি ছবি ভারতে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তাই কিছুটা ভাবনা-চিন্তা করে ভারতে ছবির মুক্তির ব্যাপারটা ভাবতে হচ্ছে। তবে অনন্য তাঁর ছবি নিয়ে আশাবাদী। তাঁর যুক্তি, ‘‘গল্পটা ভারতের। ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতারাও রয়েছেন। সর্বভারতীয় স্তরে ছবিটা মুক্তি পাবে। তাই মনে হচ্ছে দর্শক ছবিটা দেখবেন।’’

কয়েক মাস আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছিল ‘তুফান’। ইদের আবহে শাকিব খান অভিনীত ছবিটি বাংলাদেশের বক্স অফিসে ঝড় তুলেছিল। বছর শেষে ঢালিউডে আরও একবার বড় পর্দায় আসছেন শাকিব। তাই ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি ‘দরদ’ নিয়ে যথেষ্টই আশাবাদী নির্মাতারা।

এবং তাঁদের আশা যে একেবারে মিথ্যে নয়, তারও প্রমাণ মিলতে শুরু করেছে। পরিচালক অনন্য মামুন জানান, ‘‘খুব ভাল প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। পর পর শো হাউসফুল হচ্ছে। শুক্রবারের সব শো ইতিমধ্যেই হাউসফুল হয়ে গিয়েছে। আশা করছি ছবিটা নতুন নজির গড়বে।’’ তাঁর কথায়, ‘‘প্রত্যেকেই ছবিটা দেখাতে আগ্রহী। প্রচুর ফোন আসছে। সিনেমা ব্যবসার সঙ্গে সংযুক্ত মানুষের কাছে আগামী কয়েক দিন খুব ভাল সময় হতে চলেছে।’’

বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ জানিয়েছে, ‘দরদ’-এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। যে কারণে দৈনিক ২২টি শো থাকলেও এখন আরও চারটি শো বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত সম্ভারে দুটি শো এবং বসুন্ধরা শাখায় দুটি শো বাড়ানো হয়েছে! রেসপন্স ভালো হলে শো আরও বাড়বে। ‘দরদ’ হিট হওয়া দরকার, তাহলে আরও ছবি আসবে।

সিনেপ্লেক্সের পাশাপাশি কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। তারা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানায় কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না।

স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইটে গিয়ে দেখা গেছে, ‘দরদ’ মুক্তির প্রথম দিনের টিকেটের বেশীর ভাগ বিক্রি হয়ে গেছে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার শো’য়ের বসুন্ধরা শাখার সব টিকিট বিক্রি হয়ে গেছে! তবে সকাল ও দুপুরের টিকিট ৬০ শতাংশের মতো বিক্রি হয়েছে।

চলতি বছরে শাকিব অভিনীত দু’টি ছবি মুক্তি পেয়েছে— ‘রাজকুমার’ এবং ‘তুফান’। এই দু’টি ছবিই মুক্তি পেয়েছিল ইদের আবহে। উৎসবে বাংলা ছবি দেখতে পছন্দ করেন দর্শক। তবে প্রায় পাঁচ বছর পর এই প্রথম কোনও উৎসব ছাড়াই শাকিবের ছবি মুক্তি পাচ্ছে। ‘দরদ’ ছবিতে শাকিব ছাড়াও রয়েছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রিও, সাফা মারওয়া, আমির সিরাজী েএবং জেসিয়া ইসলাম (অতিথি শিল্পী) প্রমুখ।

এছাড়াও রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব ও বাংলাদেশের  ভারতে মুক্তি পেলে ছবিটা কী রকম ব্যবসা করে, সে দিকে নজর থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular