Friday, June 13, 2025
Friday, June 13, 2025
Homeখবররবির মাসে ঠাকুর পুজো

রবির মাসে ঠাকুর পুজো

নিজস্ব প্রতিনিধি        

জলপাইগুড়ি উজান ও কিশলয় দা নিউ লিফ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের যৌথতায়, কিশলয়ের মহলাকক্ষে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত মে মাসের এগারো তারিখ কিশলয়ের মহলাকক্ষে। নাচ, গান ও নাটকের উপাচারে সাজানো হয়েছিল তাঁদের রবিঅর্ঘ্য। প্রিয়াঙ্কা গুহ’র নৃত্য পরিচালনায় এক উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।   

বর্তমানে শিল্প, সাহিত্য ও নাট্যক্ষেত্রে রবীন্দ্র চর্চার প্র‍্য়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্থসারথী চৌধুরী, কোয়েলা গাঙ্গুলী, বরুণ ভট্টাচার্য ও দীপঙ্কর রায়।     

দুই সংস্থার যৌথ আয়োজনকে ঘিরে যুথবদ্ধতার কথাই উঠে এসেছে বাড়বার। দুই সংস্থার পাস্পরিক সহযোগিতা ও একাগ্রতাই এরকম একটি কাজের আয়োজন সম্ভব হয়েছে বলে মনে করেন বক্তা। যা এই সময়ের দাবী হিসেবে উচ্চারিত হয়েছে। বক্তব্যে সেরকমই বলেন সন্দীপ ব্যানার্জী।  

ডালিয়া চৌধুরী রচিত ও গ্রন্থিত প্রিয়াঙ্কা গুহর পরিচালনায়, কবিতা আলেখ্য ‘খাপছাড়ার রবি’ পরিবেশিত হয়েছিল কিশলয় ও উজানের শিশু শিল্পী ও সদস্যদের দ্বারা।        

আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন যথাক্রমে শ্বাশ্বতী গুপ্ত ভায়া, শান্তা চ্যাটার্জী, মিষ্টু সরকার ও শুভ্রজ্যোতি। তাঁরা তাদের গান ও কবিতা দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সব শেষে ‘রবির আলোয় নারী’ শীর্ষক অনুষ্ঠান পরিবেশিত হয়। রবীন্দ্রনাথের কবিতা গল্প থেকে নেওয়া, কয়েকটি নারী চরিত্রের একক অভিনয়, গান ও কবিতার সমন্বয়ে এই আলেখ্যটির সমগ্রিক ভাবনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী ডালিয়া চৌধুরী। পাঠ অভিনয়ে সংগত করেছেন বিপ্লব ঘোষ ও আবীর বোস। গান গেয়েছেন আকাশলীনা ঘোষ, কণিকা বিশ্বাস, স্নিগ্ধা নন্দী। অভিনয়ে ছিলেন প্রিয়াঙ্কা গুহ, তন্দ্রা চক্রবর্তী, পুনম সরকার, স্মৃতি বিশ্বাস, ডোনা রায় কর্মকার ও ডালিয়া চৌধুরী। সহযোগিতায় ছিলেন তুহিন।

এই যৌথ আয়োজনের প্রাথমিক উদ্দেশ্য পরস্পর পরস্পরের সাথে বেঁধে বেঁধে থাকা। যা বলা যেতে পারে সফলভাবে রূপায়িত হয়েছে। আর একে সফল করতে একযোগে এগিয়ে এসেছেন উজান ও কিশলয়ের শিল্পীরা।       

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular