Tuesday, December 3, 2024
Tuesday, December 3, 2024
Homeসিনেমানতুন বছরে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’

নতুন বছরে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’

নিজস্ব প্রতিনিধি

অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পেলেন কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘ভারতের সবচেয়ে শক্তিশালী মহিলাকে নিয়ে তৈরি ছবি মুক্তি পাচ্ছে ২০২৫-এর ১৭ জানুয়ারি। দেখা যাবে এমন কিছু মুহূর্ত যা ভারতের ভাগ্য নির্ধারণ করেছিল।’

বহু বিতর্ক ও বাধার পর এই ছবি মুক্তি পেতে চলেছে। বেশ কিছু শিখ সংগঠন ছবির বিষয় নিয়ে ছবিটি মুক্তির বিরোধিতা করেছিলেন। এমনকি কঙ্গনাকে হুমকির মুখোমুখিও হতে হছে। তাঁদের দাবী ছিল এই ছবিতে বেশ কিছু ভুল তথ্য তুলে ধরা হয়েছে। সেন্সর বোর্ডের মধ্যেই নানান বিতর্কে জন্য ছাড়পত্র পেতে দেরী হচ্ছিল।

এক্ষেত্রে আদালত এই ছবিকে ছাড়পত্র না দেওয়ার জন্য সেন্সর বোর্ডকে তিরস্কার করতেও ছাড়েননি। গত ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই ছবির ছাড়পত্র দেবার সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। সেই মোতাবেক ছবির বেশ কিছু দৃশ্যের ওপর কাঁচি চালিয়ে অবশেষে ছারপত্র দেওয়া হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের নানান ঘটনা নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন কঙ্গনা নিজেই। ছবির পরিচালক ও প্রযোজক দুই-ই তিনি নিজে। আর ইন্দিরা চরিত্রে অভিনয়? হ্যাঁ সেও করেছেন স্বয়ং কঙ্গনা রানাওয়াত। তাই এই ছবর মুক্তি অভিনেত্রীর ক্যারিয়ার জীবনে খুবই গুরুত্বপূর্ণ।

মাস তিনেক আগেই এই ছবির ট্রেলার রিলিজ করে গেছে। সংবাদ মাধ্যম থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। আপনার ফিল্মি জার্নির ওপর কখনও কি ইমার্জেন্সি প্রয়োগ করা হয়েছে? কঙ্গনার সপ্রতিভ উত্তর –‘এই এইমাত্র প্রয়োগ করা হল, একটি আগেই আমার পিয়ার টীম জানালো, আমাদের এখনই মিডিয়ে এইসব বলার কোনো দরকার নেই। আপনার বলার আজাদি নেই, ভাবুন। তাই বলেছি, না না এখানে ইমার্জেন্সি প্রয়োগ করার দরকার নেই, কারণ এখানে সবাই আমার বন্ধু।“ পাশেই বসে অনুপম খের তার এই বক্তব্যকে সমর্থন ও সম্মান জানিয়েছেন।

এরপর একটি প্রশ্ন এসেছিল- ‘আপনি এতো সমস্যা মোকাবিলা করার প্রেরণা কোথা থেকে পান, যে আপনি হার মেনে নেবেন না, এই মানসিক শক্তি কোথা থেকে পান?’ সেখানেই তিনি খুবই স্বাভাবিক ঢঙে উত্তর দেন কঙ্গনা- ‘ সবার আগে প্রেরণা তো সেটাই, যখন আপনি কোনো কিছু করবার জন্য কমিটমেন্ট করে দিয়েছেন। তা আপনাকে তো সেই কাজের মধ্য দিয়ে যেতেই হবে। এটা আপনার সন্তান, তাকে মাঝপথে ছেড়ে যেতে পারেন না আপনি। এটাই আমার দায়বদ্ধতা, এখানেই আমার প্রেরণার গোলাপ পাওয়া। তারওপর আমার এই কাজের সাথে কত মানুষ যুক্ত হয়ে আছেন। তারা সবাই একজন স্রস্টাকে সব সময় জাগিয়ে রাখে। বিশেষ করে সেই ছবির কাহিনী আপনাকে ঘুমোতে দেবে না। এই সবই আমার প্রেরণা।‘

সব কিছু শেষ কথা আমাদের এখন জানুয়ারীর ১৭-র জন্য অপেক্ষা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular