Mosharraf Karim: অশোকনগরের নাট্যোৎসব উদ্বোধনী অনুষ্ঠানে এবারের চমক মোশারফ করিম

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বাংলা নাটক ডট ইন

অশোকনগর নাট্যোৎসব কমিটি আয়োজিত ‘অশোকনগর নাট্যোৎসব ২০২৩’ (Ashok Nagar Natyotsab 2023)-এর উদ্বোধন করতে আসছেন ওপার বাংলার খ্যাতনামা কৌতুকাভিনেতা মোশারফ করিম (Mosharraf Karim)। আর তাঁকে এপারের নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে আসতে যিনি কাঠখড় পুড়িয়েছেন তিনি অশোকনগরের বিধায়ক তথা অশোকনগর নাট্যোৎসব (Ashok Nagar Natyotsab 2023) কমিটির প্রেসিডেন্ট নারায়ণ গোস্বামী। তাছাড়া, নাট্যোৎসবে চাঁদের হাট বসাতে হাজির থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সুবিদিত নাট্যকার, পরিচালক এবং অভিনেতা ব্রাত্য বসু।

এনিয়ে কথা বলতে গিয়ে আয়োজকদের অন্যতম রাজু আচার্য জানান, এই নাট্যোৎসব (Ashok Nagar Natyotsab 2023) তৃতীয় বর্ষে পদার্পণ করল। অশোকনগর নাট্যোৎসব কমিটি আয়োজিত ‘অশোকনগর নাট্যোৎসব ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এবার উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই বাংলা হৃদয়ে জায়গা করে নেওয়া বাংলাদেশের অভিনেতা মোশারফ করিম। নাট্যোৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী নাট্যকার ব্রাত্য বসু (Bratya Basu)। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও অনুপ্রেরণা অঞ্চলের বিধায়ক নারায়ণ গোস্বামী।

৬ দিনের এই নাট্যোৎসবে নাটক মঞ্চস্থ করছে অশোকনগরের ‘অন্বেষা’ ও ‘অনুরণন’ নাট্যদল। এছাড়াও এই নাট্যোৎসবে নৈহাটি ব্রাত্যজনের নাটক ‘দায়বদ্ধ’, নৈহাটি নাট্য সমন্বয়ের নাটক ‘ফেরারী ফৌজ’, সংস্তব প্রযোজিত নাটক ‘উড়ন্ত তারাদের ছায়া’, নাট্যশালা প্রযোজিত ’জোড়াসাঁকো’ ও দমদম ব্রাত্যজন প্রযোজিত ‘দেবদাস’ নাটক এবারের অশোকনগর নাট্যোৎসবে মঞ্চস্থ হবে।   

সব মিলিয়ে শীতের প্রাক্কালে এরকম একটি নাট্যানুষ্ঠানের আয়োজন, যেখানে একসাথে এতোগুলো মঞ্চ সফল নাটক এবং তার সাথে বারতি পাওনা, বাংলাদেশের এবং অবশ্যই এই বাংলা ভালোবাসার নয়নের মণি মোশারফ করিম (Mosharraf Karim)। যার উজ্জ্বল উপস্থিতিতে নাট্যোৎসবের সূচনা। তাঁর আসবার কথা সোশ্যাল সাইটে প্রচার করার সাথে সাথে নাট্যমহলে তৈরি হয়েছে চাপা উত্তেজনা। শহরে তথা রাজ্যে এরকম এক প্রথম সারির অভিনেতা আসা মানে তাঁর ফ্যান ফলোয়ার্সদের মধ্যে তাকে দেখার থাকবে প্রবল ইচ্ছা। আর তাই তাকে ঘিরে থাকবে নির্দিষ্ট সুরক্ষাবলয়, তাঁর সঙ্গে থাকছেন মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) মহাশয়। এই উৎসবে একটি নাটকে মাননীয় নাট্যকার অভিনয়ও করবেন। অর্থাৎ অশোকনগরের এই নাটকের উৎসব স্বভাবতই সংবাদ শিরোনামে এসে পড়ছে।  

ব্রাত্য বসু (Bratya Bas) ও মোশারফ করিমের (Mosharraf Karim) জুটিতে দুটি ছবি আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। ডিকশনারিতে তাঁর অভিনয় এবং সম্প্রতি হুগলির গ্যাংস্টার হুব্বা শ্যামলের কাহিনী নিয়ে নির্মিত ছবির ট্রেলারে মোশারফের ‘হুব্বা’ চরিত্র সকলেরই মনে ধরেছে। অর্থাৎ মোশারফ করিমের (Mosharraf Karim) জনপ্রিয়তা এই নাট্যোৎসব আয়োজনকে সফলতা এনে দেবে এব্যাপারে বাড়তি কথা বলার অপেক্ষা রাখে না। নাট্যমোদি মানুষ এই উৎসবের অপেক্ষায় থাকছেন। এই নাট্যোৎসবকে সাহায্য করেছে অশোকনগর কল্যাণগড় পৌরসভা। এখন অপেক্ষা আগামী ২৬ নভেম্বর সন্ধ্যার। ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই নাটমেলা।    

- Advertisement -
সাম্প্রতিক পোস্ট
এধরনের আরও পোস্ট
- Advertisement -