নিজস্ব প্রতিনিধি
হুগলির বাঁশবেড়িয়া আয়োজিত দিলীপ স্মৃতি জাতীয় নাট্যোৎসব শুরু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর, বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতিদিন বিকাল ৫-৩০ থেকে অনুষ্ঠান শুরু।
প্রথমদিনে উৎসবের উদবোধন করবেন, নাট্য পরিচালক ও অভিনেতা সমীর বিশ্বাস। প্রথম দিন দেখা যাবে সংলাপ, কলকাতা প্রযোজিত কুন্তল মুখোপাধ্যায় নির্দেশিত ‘চোপ আদালত চলছে’।
২৫ শে ডিসেম্বর থাকছে আয়োজক গোষ্ঠী বৃশ্চিক প্রযোজিত নাটক ‘মাসি পিসি’, নির্দেশনা সব্যসাচী মুখোপাধ্যায়। এরপর থাকছে কলকাতার সবার পথ প্রযোজিত ‘শীতলপাটি’, নির্দেশনা সঞ্চিতা। তৃতীয় দর্শন উত্তরপাড়ার দল সমতট সংস্কৃতি প্রযোজিত ‘আঁধারমনি’, নির্দেশনা বাসুদেব হুই ও অনুরণ বসু রায়।
তৃতীয় দিনে থাকছে কলকাতা নান্দীপট প্রযোজিত প্রকাশ ভট্টাচার্যের নির্দেশনায় ‘আবৃত্ত’। চতুর্থ দিনে প্রথম দর্শন বৃশ্চিক প্রযোজিত ‘ভাত’, নির্দেশনা তাপস মুখোপাধ্যায়। দ্বিতীয় দর্শন কলকাতার অনীক প্রযোজিত, অরূপ রায় নির্দেশিত ‘ভালোবাসা’। তৃতীয় দর্শন শান্তিপুর রঙ্গপীঠ প্রযোজিত ‘হাঁসখালির হাঁস’, নির্দেশনা বিশ্বজিৎ বিশ্বাস।
পঞ্চম ও শেষ দিনে কলকাতার নয়াবাদ তিতাস প্রযোজিত ‘ গঙ্গাজল’, নির্দেশনায় আবির। এই নাট্যোৎসব ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে আর্থিক সাহায্য প্রাপ্ত।