Tuesday, June 10, 2025
Tuesday, June 10, 2025
Homeখবরথিয়েটার ওয়ার্কার্স রেপার্টারীর প্রতিষ্ঠা দিবসে

থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারীর প্রতিষ্ঠা দিবসে

নিজস্ব প্রতিনিধি  

ঐতিহাসিক মে দিবসের দিনে থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারীর ১২তম প্রতিষ্ঠা দিবস উৎযাপন হয়ে গেলে হাওড়ার ভোলাগিরি কলামন্দির প্রেক্ষাগৃহে।

থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারীর প্রতিষ্ঠিত হয় আজ ১২ বছর আগে অর্থাৎ ২০১৩ সালের ১লা মে। এই দিন ১২ টি প্রদীপ প্রোজ্জ্বলনের এর মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন মুকাভিনয় শিল্পী রণেন চক্রবর্তী ও নাট্যকর্মী দেবা রায়।    

নাট্য অভিনেতা ও পরিচালক প্রয়াত গৌতম বনিক নাট্য সম্মাননা প্রদান করা হয় নাট্যকার নির্দেশক শুভেন্দু ভান্ডারী ও তরুনাভ সাঁতরাকে। জ্ঞাপক ছিলেন নির্দেশক উৎপল ফৌজদার ও নির্দেশক কৃতি মজুমদার। এর সমগ্র অংশের সঞ্চালনা করেন অভিনেতা সঞ্জীব চট্টোপাধ্যায়।  

এরপর থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারী সম্মাননা প্রদান করা হয় হাওড়া জেলার সম্মিলিত নাট্য ঐক্যের পশ্চিমবঙ্গ নাট্য সংঘকে। নাট্য সংঘের পক্ষ থেকে সম্মাননা গ্রহন করেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারীর পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করেন প্রবীর ঘোষাল। এই অনুষ্ঠান পর্বের সঞ্চালনা করেন প্রদীপ ঘোষ। 

তারপর থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারী জীবন কৃতী সম্মাননা- প্রদান করা হয় থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারীর সদস্য দিলীপ কর্মকার, অমর দত্ত ও সবিতা আওন -কে। এই পর্ব সঞ্চালনা করেন সৌরভ চট্টোপাধ্যায়।

সম্মাননা পর্বের পরে পরেই, মোট তিনটি নাটক মঞ্চস্থ হয়।

আয়োজক দল থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারীর প্রযোজনায় দীপক নায়েকের নাটক “UC-10” যার নির্দেশনায় ছিলেন সৌরভ চট্টোপাধ্যায়। এই নাটকের অভিনয়ে করেন অসিতাভ ঘোষ, রঞ্জিত বর,দিলীপ কর্মকার। ২য় নাটক সংস্কৃতিজ প্রযোজনায় মধুসূদন মুখোপাধ্যায়ের “টেলিস্কোপ” যার নির্দেশনা দিয়েছেন প্রদীপ ঘোষ।  অভিনয় করেছেন সবিতা আওন। এইদিন প্রথম নাটক হাওড়া মানবিক নাট্যগোষ্ঠীর “অর্ধেক আকাশ “। এই নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন ইন্দ্রজিৎ ঘোষ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular