নিজস্ব প্রতিনিধি
আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে আসানসোল চর্যাপদের একাদশতম আন্তঃ রাজ্য নাট্যমেলা। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আসানসোলের রবোন্দ্রভবনে অনুষ্ঠিত হবে এই নাট্যমেলা।
প্রথমদিন দিন থাকছে ছোটদের চর্যাপদ প্রযোজিত নাটক আবোলতাবোল। দ্বিতীয় দর্শন আসাম পুর্বরঙ্গ প্রযোজিত নাটক রত্নাকর। তৃতীয় দর্শন চন্ডীতলা প্রমটার প্রযোজিত ইরাবান গাথা।
দ্বিতীয়দিন ১৫ ডিসেম্বর সাইথিয়া ওয়েক আপ প্রযোজনায় ‘হু এম আই’। দ্বিতীয় নাটক টেন্থ প্লানেট প্রযোজিত ‘একটি বন্ধ পোষ্ট অফিস’। এরপর আসানসোল প্রত্যয়ী’র নাটক সোনার কুড়ুল। সাথে সেমিনার ও সন্মাননা অনুষ্ঠান।
তৃতয়দিনের প্রথম নাটক বর্ধ্মান দ্য পাপেটিয়ার্স প্রযোজিত মামা ভাগ্নে কুপোকাত। দ্বিতীয় নাটক বার্ণপুর দিশারী প্রযোজিত জন্মভূমি। এরপর অমিয় মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্টস প্রযোজিত শহীদ। এরপর থিয়েলাইট প্রযোজনায় অ-মৃতার সন্ধানে।
শেষদিনে থাকছে আয়োজক সংস্থা আসানসোল চর্যাপদ প্রযোজনায় আন্তিগোনে। দ্বিতীয় নাটক দোমোহানি বাজার নাট্যসেনা প্রযোজিত নাটক মহাভারতের যুদ্ধ। এরপর আসানসোল রেপার্টারি থিয়েটারের বাঘ।