Tuesday, January 14, 2025
Tuesday, January 14, 2025
Homeবাংলা নাটকশুরু হচ্ছে বরানগর একটিভ থিয়েটার নাট্যমেলা

শুরু হচ্ছে বরানগর একটিভ থিয়েটার নাট্যমেলা

নিজস্ব প্রতিনিধি

আগামী ৫ই ফেব্রিয়ারী থেকে শুরু হচ্ছে বরানগর একটিভ থিয়েটার নাট্যমেলা। এই নাট্যমেলার সহযোগিতায় এগিয়ে এসেছে পানিহাটি সায়ুধ ও সোদপুর রাইস। পানিহাটি লোকসংস্কৃতি ভবনে সুকুমার রায় মঞ্চে দেখা যাবে ৫ থেকে ৭ ফেব্রুয়ারী,২০২৪, তিনদিনের প্রতিদিন তিনটি করে মোট নয়টি নাটক।   

প্রতিদিন বিকাল ৫-৪৫ থেকে নাটক শুরু হবে। প্রথমদিন থাকছে শান্তিপুর উড়ান প্রযোজিত সৌমিত্র বসুর নাটক ‘শেষ শিক্ষা’, নির্দেশনা কার্তিক হালদার। এরপর সন্ধ্যা ৭টায় থাকছে কোন্ননগর আরঞ্জক নাট্যচর্চাকেন্দ্র প্রযোজিত সৌমক ভট্টাচার্যের নাটক ‘সর্পঅধ্যায়’ নির্দেশনা আরঞ্জক। এইদিনের অন্তিম নাটক রাত ৮টায় ঐক্যতান দক্ষিণেশ্বর প্রযোজিত প্রদীপ মৌলিকের নাটক ‘রাজদেঊল’, নির্দেশনা পূণ্যব্রত মুখার্জী।

দ্বিতীয়দিনে প্রথম দর্শন সপ্তর্ষি টালিগঞ্জ প্রযোজিত সাত্যকি সরকারের নাটক ‘বসন্ত বিলাসী’, নির্দেশনায় অভিজিৎ গুহ, এরপর দ্বিতীয় নাটক আয়োজক গোষ্ঠী বরানগর একটিভ থিয়েটার প্রযোজিত সুব্রত কাঞ্জিলালের নাটক ‘মেহগনি’, নির্দেশনা অলক বিশ্বাস। তৃতীয় দর্শন সায়ুধ পানিহাটির ভিন্ন গোত্রের প্রযোজনায় সুব্রত কাঞ্জিলালের নাটক ‘লাল পিঁপড়ে’, নির্দেশনায় অনুপ রায় কর্মকার।

তৃতীয় দিনের প্রথম নাটক উজান নাট্যদলের প্রযোজনায় ডঃ শিশির কুমার দাশের নাটক ‘সক্রেটিসের জবানবন্দী’, দ্বিতীয় নাটক কোন্ননগর রস্ট্রাম এর প্রযোজনায় শিবঙ্কর চক্রবর্তীর নাটক ‘সংক্রমণ’, নির্দেশনায় সুপ্রিয় সমাদ্দার। এরপর উৎসবের শেষ নাটক সোদপুর রাইসের প্রযোজনায় সুব্রত কাঞ্জিলালের নাটক ‘লাস্ট নাইট’, বিপ্লব মালাকার নির্দেশিত।  

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular