নিজস্ব প্রতিনিধি
আগামী ৬ ফেব্রুয়ারী রঙ্গাশ্রম আয়োজিত কলকাতার রবীন্দ্রসদনে ৬ দিন ব্যাপী শুরু হচ্ছে নাট্য সমারোহ ২০২৪। চলবে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন একটি করে নাটক মঞ্চস্থ হবে। কেন্দ্রীয় সরকারে আর্থিক সহায়তায় এই নাট্য আয়োজন। এটি তাঁদের ১৪ তম নাট্য উৎসব।
প্রথমদিন থাকছে আয়োজক গোষ্ঠী রঙ্গাশ্রমের প্রযোজনায় অনুপম দাশগুপ্তের নাটক ‘অন্তরীণ’, নির্দেশনা সন্দীপ ভট্টাচার্য্য।
দ্বিতীয়দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারী থাকছে ঠাকুর নগর প্রতিধ্বনি প্রযোজিত ‘ফেলে আসা মেগাহার্টজ’, রচনা ও নির্দেশনা ভাস্কর মুখোপাধ্যায়।
তৃতীয়দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারী থাকছে গোবরডাঙ্গা শিল্পায়ন প্রযোজিত নাটক ‘পদ্মা নদীর মাঝি’, নাট্যরূপ ও নির্দেশনা আশিস চট্টোপাধ্যায়।
চতুর্থ দিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারী থাকছে বিডন স্ত্রীট শুভম প্রযোজিত কল্লোল লাহিড়ী ও আলেখ্য ঘোষের নাটক ‘আমি প্লুটো’, নির্দেশনা অনমিত্র খাঁ।
পঞ্চমদিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারী থাকছে রূপতাপস প্রযোজিত উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক ‘শূণ্যের মাঝারে’ নির্দেশনা কৌশিক ঘোষ।
ষষ্ঠদিন অর্থাৎ শেষদিন ১১ ফেব্রুয়ারী থাকছে নৈহাটি নাট্য সমন্বয় সমিতি প্রযোজিত উৎপল দত্তের নাটক ‘ফেরারী ফৌজ’, সম্পাদনা ও নির্দেশনা দেবাশিস।