মোশারফ-অলংকার জুটি অভিনীত গোলক ধাঁধার দর্শক কি কমছে?

- Advertisement -

নৈতিক রায়

এনটিভি অর্থাৎ ইন্টারন্যশানল টেলিভিসন চ্যানেলে সপ্তাহে তিনদিন ধরে চলতি ধারাবাহিক ‘গোলক ধাঁধা’। সপ্তাহের রবিবার থেকে মঙ্গলবার, ১১০ পর্ব অতিক্রান্ত গোলক ধাঁধার মতো জনপ্রিয় টেলিভিশন বাংলা নাটকে সেই মাখো মাখো ভাব আর নাই বলেই মনে হয়। গোলক ধাঁধার ধীরে ধীরে ছানা কাটছে।

কিন্তু কিছু অভিনেতার অভিনয় দক্ষতা প্রতি পর্বতে দর্শককে বসিয়ে রাখতে পারছে। গোলক ধাঁধার এই পর্বে এখনও পর্যন্ত ২৪ হাজার ভিউয়ার যেখানে প্রথম পর্ব শুরু হয়েছিল ১.৬ মিলিয়ন দিয়ে, তার পর থেকে নেমে ১৫৬ হাজার থেকে ধীরে নামতে নামতে ২৪ হাজারে।  

 

হ্যাঁ এটা থেকে নিশ্চিত হওয়া যায়, এই নাটকের ভিউ গ্রাফ ক্রমশ নিম্নমুখী। অথচ এই নাটকে বাঘা বাঘা অভিনেতা বর্তমান। বর্তমান মোশারফ করিমের মতো এই মুহুর্তের দুই বাংলার বলিষ্ঠ অভিনেতা। যে পরিমাণ ভিউয়ার এখানে রয়েছেন তারা সকলেই একটি মুখ প্রত্যাশা করেন, এই মোশারফ করিম কি করেন। সুন্দর আর অন্তর চরিত্র এই নাটকের সম্পদ।

একজন বড় অভিনেতার সামনে দাঁড়িয়ে অন্তর চরিত্রে আলা নাহিয়ান যে অভিনয়টা করছেন বা মোশারফ করিম সাথে তাল মিলিয়ে চলছে, সেটা দেখার মতো, আরোও চরিত্র আছে যা খুবই ইন্টারেস্টিং যেমন চেয়ারম্যান চরিত্রে ওয়াইউল হক রুমী অনবদ্য কাজ করছেন। যদিও তার স্বভাবসিদ্ধ টাইপ এক্টিং মাঝে মাঝে বিরক্তির জানান দেয়, তবুও এই চরিত্রটি মানানসই হয়েছে।

নায়িকা চরিত্রে অলংকার চৌধুরীকে সরিয়ে একে একে অন্য একজন নায়িকা সাদিয়া সান্নাতিকে নিয়ে আসা কতটা ঠিক জানা নেই, তবে অভিনেত্রী হিসেবে দুজনেই দক্ষতার দাবী রাখেন। মোশারফ-অলংকার জুটি বেশ ভালো লাগছিল বলেই মনে হয়, অলংকার ভীষণ স্বাভাবিক ও সাবলিল অভিনয়ে অভ্যস্ত। আর বাকী চরিত্রের মধ্যে মাস্টার, জাকির চাচা, এঞ্জেল মরিয়ম চরিত্রগুলি সকলেই অল্প বিস্তর চেষ্টা করছেন।

এদিকে এই মুহুর্তে খেলা মোশারফ থেকে ঘুরে নাটকে ব্যাটন রোবেনা রেজ জুঁই এর হাতে, মোশারফের হার্ট এটাক করে হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া গল্প ধরে ফেলেছে রোবেনা রেজা জুঁই। নাটকের মজা যে পড়ছে তা হয়তো পরিচালক অভিনেতা শামীম জামান নিজেও উপলব্ধি করছেন। দেখা যাক এই নাটকের ভিউয়ার বাড়ে না কমে। তবে এই নাটকের টাইটেল গানটি এককথায় অনবদ্য। যা এই নাটকের গুরুত্বকে চিহ্নিত করে। খুব বেশী না ছড়িয়ে গল্প গুটিয়ে আনাই ভালো, নয়তো খেই হারিয়ে যায়।

ধারাবাহিক- গোলকধাঁধা

রচনা- মহাম্মদ মামুন-অর-রসিদ

পরিচালনা- শামীম জামান

অভিনয়ে- মোশারফ করিম, অলংকার চৌধুরী, জুঁই করিম, মিহি আহসান, ওয়াইউল হক রুমী, সাদিয়া তানজিন, সুজাতা শিমুল, আমানুল হক হেলাল, আলা নাহিয়ান, সাদিয়া জান্নাতি, মাহবুবুর রহমান,

সম্পাদনা- শিপু সিদ্দিকি

দেখুন গোলক ধাঁধা পর্ব ১১০

- Advertisement -
সাম্প্রতিক পোস্ট
এধরনের আরও পোস্ট
- Advertisement -