Tuesday, December 3, 2024
Tuesday, December 3, 2024
Homeখবরহুগলীর জাঙ্গীপাড়ায় থাণ্ডার ক্লাবের নাট্যোৎসব

হুগলীর জাঙ্গীপাড়ায় থাণ্ডার ক্লাবের নাট্যোৎসব

নিজস্ব প্রতিনিধি

হুগলীর জাঙ্গীপাড়ায় থাণ্ডার ক্লাবের আয়োজনে ২৬ তম নাট্যোৎসব শুরু হচ্ছে আগামী ২৯ ডিসেম্বর। তিনদিনের এই নাটকের উৎসব হবে হুগলীর জাঙ্গীপাড়ায় বঙ্গীয় সাহিত্য পরিষদের লাইব্রেরী প্রেক্ষাগৃহে। প্রতিদিন সন্ধ্যা ৫-৩০ থেকে নাটক শুরু হবে। একদিনে তিনটি নাটক দেখা যাবে। বিভিন্ন জেলা থেকে মোট নয়টি দল এবারের উৎসবে অংশগ্রহণ করছে।

প্রথম দিনে প্রথম নাটক ব্যান্ডেল আরোহী প্রযোজিত ‘শিউলি’, দ্বিতীয় নাটক নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের প্রযোজনায় ‘অপূর্বা’। তৃতীয় দর্শন চন্দননগর যুগের যাত্রী প্রযোজিত ‘ঈশ্বর এক হিরণ্ময় পুরুষ’।

দ্বিতীয় দিনে প্রথমে থাকছে ইছাপুর আলেয়ার নাটক ‘মায়া’, দ্বিতীয় দর্শন কাঁচরাপাড়া ফিনিক প্রযোজিত নাটক ‘বন্ধনহীন গ্রন্থি, তৃতীয় দর্শন সালকিয়া সৃষ্টি প্রযোজিত নাটক ‘দণ্ডপাণীর দণ্ড’।

তৃতীয় ও শেষদিনে প্রথম নাটক দক্ষিনেশ্বর কোমল গান্ধার প্রযোজিত ‘কিস্তিমাত’, দ্বিতীয় দর্শন চন্দননগর ক্লাসিক প্রযোজিত নাটক ‘জগন্নাথের জমি’। এরপর উৎসবের শেষ নাটক আগরপাড়া থিয়েটার পয়েন্ট প্রযোজিত ‘আঁধার মাখা সকাল’।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular