Tuesday, January 21, 2025
Tuesday, January 21, 2025
Homeওয়েব নাটকভালোবাসা দিবসে বাংলাদেশের একাধিক নাটক মুক্তি পাচ্ছে টিভি ও ইউটিউব চ্যানেলগুলিতে

ভালোবাসা দিবসে বাংলাদেশের একাধিক নাটক মুক্তি পাচ্ছে টিভি ও ইউটিউব চ্যানেলগুলিতে

নিজস্ব প্রতিনিধি (ঢাকা)

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই পালিত হবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’। ১৯৫২ সালের পর থেকেই ফেব্রুয়ারি মাস যেন ভালোবাসার মাস হয়ে গিয়েছে। অবশ্য এমন দিবস পালন নিয়ে বাঙালিরা মেতেছেন একটু দেরিতে। আশির দশকের পর থেকে। আর যখন বাঙালি ভালোবাসা দিবস নিয়ে মেতেছে – তখন সেটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সেটা বিভিন্ন চ্যানেলগুলির জন্যেও ব্যবসায়ের একটা অঙ্গ হয়ে উঠেছে। বাংলা টিভি কিংবা অনলাইন নাটকের ক্ষেত্রে দেখা যায় এ মাসটিতে ভালোবাসা দিবসটিই মুখ্য হয়ে ওঠে। যত নাটক হয় বেশির ভাগই ‘ভ্যালেন্টাইন ডে’ বা ‘ভালোবাসা দিবস’ কেন্দ্রিক।

ভালোবাসা দিবস উপলক্ষে এ মাসে বেশ কিছু নাটক প্রচারিত হবে টিভি ও ইউটিউব চ্যানেলে। প্রতিবছর ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ শিরোনামে প্রেমের নাটক নির্মিত হতো, একযোগে প্রায় সব চ্যানেল প্রচারিত হতো নাটকগুলো। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় এবার ‘ক্লোজআপ ভ্যালেনটাইনস স্পেশাল’-এ নির্মিত হয়েছে তিনটি নাটক। নাটকগুলো মুক্তি পাবে ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’য়।

বিশ্ব ভালোবাসা দিবসে আসছে ‘একবার বলো ভালোবাসি’। রনি চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং তিথি চরিত্রে নাজনীন নাহার নিহা। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিফতা আনান। নাটকটি ১৪ ফেব্রুয়ারির আগেই মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এছাড়া আরেকটি নাটক ‘একটাই তুমি’ও এবারের ভালোবাসা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে। এছাড়াও, ‘মন দুয়ারে’ নাটকটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ঠিক ভ্যালেন্টাইন ডে’তেই। নাটকটির পরিচালনায় আছেন হাসিব হোসেন রাখি। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ প্রমুখ। পাশাপাশি ‘তুমিহীনা’ মুক্তি পাচ্ছে ১৫ ফেব্রুয়ারি। এর পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পী। অভিনয়ে সাবিলা নূর, খায়রুল বাসার প্রমুখ।

বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) সামনে রেখে তৈরি এই নাটকটির নামই ‘একটাই তুমি’। এতে আয়ানের প্রেমিকা নীলা চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তটিনী। সিএমভি’র ব্যানারে শুভ্র আহসানের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মাশরিকুল আলম। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, সমু চৌধুরী, সবুজ সানী প্রমুখ। ‘ব্লগার মিতু’- মুক্তি পাবে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি। নাটকটির পরিচালনায় আছেন রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে আছেন ইয়াশ রোহান, কেয়া পায়েল প্রমুখ।

‘একটাই তুমি’ নাটকটির গল্পের সংক্ষেপ এরকম: অফিস থেকে ফিরতেই আয়ান অবাক। বাসায় কেমন যেন উৎসব উৎসব ভাব। গুরুগম্ভীর বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলে, ঠিকঠাক উত্তর পায় না। বাবাকে এড়িয়ে মায়ের কাছে যায় আয়ান, পাশে বসা ছোট বোন। আয়ান চেষ্টা করে ঘরে এমন উৎসবমুখর পরিবেশের হেতু খোঁজার। গল্পের শুরুটা এমন, পারিবারিক আবহে। এই আয়ান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

ভালোবাসা দিবসে টিভি চ্যানেলের পর্দায় আরও যেসব নাটক প্রচারিত হবে, তার সবগুলোর তালিকা এখনো প্রকাশ করা হয়নি। এর মধ্যে পরিচালক ও প্রযোজক সূত্রে কিছু নাটকের খবর পাওয়া গেছে। সেখান থেকে কিছু নাটকের খবর এখানে দেওয়া হলো।

‘লাভবাজ’ : ‘ব্যাডবাজ’ ও ‘গুডবাজ’- এর ধারাবাহিকতায় এবার কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন ‘লাভবাজ’। অভিনয়ে সাফা কবির, ফারিন খান, শাশ্বত দত্ত, জিয়াউল হক পলাশ, সরাফ আহমেদ জীবন, পারসা ইভানা প্রমুখ। মুক্তি পাবে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট চ্যানেলে। ‘ছায়ার প্রাচীর’ : রচনা রোমেল ইশতিয়াক, পরিচালনা ফিরোজ কবির ডলার। অভিনয়ে রোমেল ইশতিয়াক, নাফিসা, বাপ্পী আশরাফ, মিজানুর রহমান খান। টিভিতে প্রচারের পর ইউটিউব চ্যানেল ‘কাঠগোলাপ’-এ মুক্তি পাবে।

‘বুক পকেটে প্রেম’ : পরিচালনা বাপ্পী খান। অভিনয়ে শাশ্বত দত্ত, মাফতুহা জান্নাত জিম। টিভিতে প্রচারিত হওয়ার পর আসবে ইউটিউবে।

‘সুফিয়া নূর’- পরিচালনায় রুবেল আনুশ। অভিনয়ে শাশ্বত দত্ত, মাফতুহা জান্নাত জিম। টিভিতে প্রচারিত হওয়ার পর আসবে ইউটিউবে।

‘পাব কি তারে’- পরিচালনায় তৌহিদ হক। অভিনয়ে ফারিন খান, সৈয়দ জামান শাওন। টিভিতে প্রচারিত হওয়ার পর ইউটিউবেও দেখা যাবে।

ভাষা দিবস উপলক্ষে একসময় টিভি চ্যানেলগুলো নির্মাণ করত বেশ কিছু নতুন নাটক। এখন আগের মতো নতুন নাটক নির্মিত হয় না। পুরনো নাটকগুলোই অনুষ্ঠানমালায় রাখে টিভি, তবে ব্যতিক্রম বিটিভি।

মাসের প্রথম দিনেই চরকিতে এসেছে ভিকি জাহেদের ছয় পর্বের ওয়েব সিরিজ ‘টিকিট’। রচনা নাজিম উদ্দিন। অভিনয়ে সিয়াম আহমেদ, সাফা কবির, মনোজ প্রামাণিক, আব্দুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু প্রমুখ।

ভালোবাসা দিবসের দিন বঙ্গতে মুক্তি পাবে চারটি স্বল্পদৈর্ঘ্যের ‘লাভ স্টোরিজ’। চারটি গল্পই নেওয়া হয়েছে বিশ্বজিৎ দত্তর বই ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ থেকে। চারটি গল্পেরই দৈর্ঘ্য ৩০ মিনিট, নির্মাণ করেছেন নামি চার নির্মাতা। গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘গাঁইয়া’, এতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, খায়রুল বাসার, সুব্রত। ভিকি জাহেদ নির্মাণ করেছেন ‘এক্সট্রা’, এতে অভিনয় করেছেন সাবিলা নূর, নিলয় আলমগীর। মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন ‘বুকিং’, এতে অভিনয় করেছেন পরীমনি ও এবিএম সুমন। কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন ‘দুঃখিত’, এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা।

তথ্যসূত্র – যায় যায় দিন

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular