Natyotsab: এই মরশুমে ডিসেম্বরের নাট্যোৎসব, অনীক আয়োজিত গঙ্গা যমুনা নাট্য উৎসব

- Advertisement -

তপন থিয়েটার, কলকাতা  

১৭ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর অনীক আয়োজিত ২৬তম গঙ্গা যমুনা নাট্যোৎসবের ২০২৩ -এর প্রথম পর্যায়, এবার তপন থিয়েটারে। প্রথমদিন সন্ধ্যা ৬-৩০ টায় অনীকের নিজস্ব প্রযোজনায় রজত ঘোষের নাটক ‘হারিয়ে পাওয়া’ যার নির্দেশনায় আছেন অনীক নাট্যদলের কর্ণধার অরূপ রায়। দ্বিতীয়দিন সন্ধ্যা ৬-৩০টায় বছর কুড়ি পরে’র প্রযোজনা, ‘পাহার মানে কি’ যারা নাটক ও নির্দেশনা পৃতবিনন্দন ঘোষ। তৃতীয়দিন অর্থাৎ ১৯ ডিসেম্বর অনীক প্রযোজনা চন্দন সেনের নাটক ‘পিরানদেল্ল ও পাপেটিয়ার’, নির্দেশনায় অরূপ রায়। চতুর্থ দিন সন্ধায় অনীকের সাম্প্রতিক প্রযোজনা দেবাশিস রায়ের নাটক ও নির্দেশনায় ‘আক্ষরিক’। পঞ্চম দিনে থাকছে গড়িয়া একত্রে প্রযোজনা সুদীপ সরকারের নাটক ‘রেহানে এক নাম’ নির্দেশনা ভাষ্কর সান্যাল। ষষ্ঠদিনে থাকছে নিউ জার্সির দল ই.সি.টি.এ প্রযোজনা সূদীপ্ত ভৌমিকের নাটক ও নির্দেশনায় ‘জন্মান্তর’।
২৩ ডিসেম্বর পুণের নাট্যদল অগ্নিমিত্র প্রযোজিত গৌতম রায়ের নাটক ‘আঁধার সীমানা’, নির্দেশনায় চারুব্রত রায়।
একই দিনে থাকছে অপর একটি নাটক মুম্মাইয়ের দল রূপাঙ্গন ফাউন্ডেশন প্রযোজিত শিবাজী সেনগুপ্তের নাটক ও নির্দেশনায় ‘তিন বান্দর’
২৪ ডিসেম্বর ভুমিসুত থিয়েটার প্রযোজিত সঞ্জয় চট্টোপাধায়ের নাটক ‘জয় বাংলা’, নির্দেশনা স্বপ্নদীপ সেন।
শেষদিন অর্থাৎ ২৫ ডিসেম্বর থাকছে ঢাকার আরণ্যক নাট্যদল প্রযোজিত  মামুনুর রসিদের নাটক ও নির্দেশনায় ‘রাঢ়াঙ’।  

নজরুল শতবার্ষিকী ভবন, মধ্যমগ্রাম

আগামী ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী ভবনে ৬ দিনে ৭ টি নাটক দেখতে পাবেন মধ্যমগ্রামের নাট্যমোদি মানুষ। মধ্যমগ্রামের এই উৎসব আয়োজন করেছে অনীক নাট্যদল ও মধ্যমগ্রাম গঙ্গা যমুনা নাট্য উৎসব কমিটি।

প্রথম দিনে থাকছে ইচ্ছেমতো প্রযোজনায় সেলীম আলদিনের নাটক ‘কীত্তন খোলা’, নির্দেশনায় সৌরভ পালধি।

২৪ ডিসেম্বর থাকছে বাংলাদেশের আরণ্যক প্রযোজিত মামুনুর রসিদের নাটক ও নির্দেশনায় ‘রাঢ়াঙ’। যে নাটকে অভিনয় করছেন বাংলা দেশের খ্যাতনামা অভিনেতা চঞ্চল চৌধুরি।

ঐদিন থাকছে আরও একটি নাটক। পি এল টি প্রযোজিত হর ভট্টাচার্যের নাটক ‘ব্যারিকেড থেকে ব্যারিকেড’, নির্দেশনায় কমলেশ চক্রবর্তী।

২৫ ডিসেম্বর ক্যালকাটা কয়ার প্রযোজিত যমপুরী জমজমাট, কল্যান সেন বরাটের নির্দেশনায় ও কবীর সেন বরাটের নৃত্য পরিচালনায়।

২৬ ডিসেম্বর চেতনা প্রযোজিত ‘মহাত্মা বনাম গান্ধী’, যার নির্দেশনা ও অভিনয়ে আছেন সুজন মুখোপাধ্যায়। এই নাটকের অভিনয় করছে অনির্বান ভট্টাচার্য।

২৭ ডিসেম্বর প্রাচ্য প্রযোজিত নাটক ‘ দায় আমাদেরও’, যার নির্দেশনা ও অভিনয়ে বিপ্লব বন্দ্যোপাধ্যায়।

২৮ ডিসেম্বর থাকছে থিয়েটার প্ল্যাটফর্ম প্রযোজিত ডি এক রায়ের রচনায় নূরজাহান, যার অভিনয় ও নির্দেশনায় দেবাশিস। নূর জাহানের অভিনয় করছে রায়তী ভট্টাচার্য

- Advertisement -
সাম্প্রতিক পোস্ট
এধরনের আরও পোস্ট
- Advertisement -