আজ, সোমবার ২৭ মার্চ। সারা বিশ্বজুড়ে উদযাপিত হয় বিশ্ব থিয়েটার দিবস (World Theatre Day 2023)। নাটকে শুধু লোকশিক্ষাই হয় না, নাটক নিজেকে নিজের সঙ্গে পরিচিত হতে শেখায়। নাটক এমন এক অস্ত্র, প্রতিবাদের এবং প্রতিরোধেরও। তাই শতাব্দী ধরে, থিয়েটার মানুষকে জুড়ে জুড়ে রাখার অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে নিজেকে ধরে রেখেছে।
এই বিশেষ দিনের শুভেচ্ছা এবং নাট্য আন্দোলনের সচেতনতা ছড়িয়ে দিতে আজকের দিনটির (World Theatre Day 2023) সেরা বার্তা হতে পারে কোনও থিয়েটারই। থিয়েটার একটা যাপন, থিয়েটারে বাঁচতে পারলে তবেই একজন নাট্যকর্মী হয়ে উঠতে পারেন। সরকার এবং বিভিন্ন অন্য সংস্থাগুলিও সোশ্যাল মিডিয়ায় নানান বার্তা এবং অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটির গুরুত্ব ছড়িয়ে দেয়৷
চলচ্চিত্র বা সিনেমার বিবর্তনের আগে মানুষ নাটককেই বিনোদনের উৎস হিসেবে উপভোগ করত। সময় এগোতে এগোতে শুধু আর বিনোদন নয় মানুষের সমবেত কণ্ঠস্বর হয়ে ওঠে থিয়েটার। সমাজকে প্রতিফলিত করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় থিয়েটার। বিশ্ব থিয়েটার দিবস (World Theatre Day 2023) তাই নাটক সংরক্ষণ ও নাটকের প্রচারের জন্যও উদযাপিত হয়।
প্রতি বছর বিশ্ব থিয়েটার দিবসের থিম নির্ধারণ করা হয় না। প্রতি বছরই এই দিবসের মূল সুর থাকে ‘থিয়েটার এবং শান্তির সংস্কৃতি’ (Theatre and a Culture of Peace)। সেলিব্রিটি এবং থিয়েটার শিল্পীরা নাট্যশিল্পে নিজেদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন অনেকেই।
বিশ্ব থিয়েটার দিবসের ইতিহাস
আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট ১৯৬২ সাল থেকে সারা বিশ্বে এই দিনটি উদযাপন করে চলেছে। বিশ্ব থিয়েটার দিবসের (World Theatre Day 2023) প্রথম বার্তাটি লিখেছিলেন ফরাসি নাট্যকার জ্যঁ কক্টো। প্রথম আইটিআই সম্মেলন ফিনল্যান্ডের হেলসিংকিতে এবং দ্বিতীয়টি ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছিল।
থিয়েটার শুধুই মঞ্চের নয়, থিয়েটার রাস্তার, থিয়েটার গলির, থিয়েটার ড্রয়িং রুমেরও, থিয়েটার মাঠের, থিয়েটার মাথার। শুধু গল্প বলা থিয়েটারের কাজ না, থিয়েটার মানুষকে এমন আশ্চর্য বিষয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেখান থেকে চোখ বুঁজে ফিরে আসার পথ থাকে না।
তাই থিয়েটার আর শুধুই শিল্প নয়। থিয়েটার চেতনার এক অন্য ভাষাও। থিয়েটারে এখন দর্শকরা শুধুই দর্শক নন, তাঁরাও হয়ে উঠতে পারেন নাটকের প্রক্রিয়ার অংশ। অভিনয়ের মাধ্যম, প্রচেষ্টা এবং প্রতি নাট্যশিল্পী তথা নাট্য কর্মীর অবদান সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই দিনটির (World Theatre Day 2023) তাৎপর্য।
পাঠকদের প্রতি
আজ বিশ্বনাট্যদবস উপল্ক্ষ্যে আমাদের এই ওয়েব সাইট ‘বাংলা নাটক’ শুরু হল।
বাংলায় নাটক ও সিনেমা নিয়ে একটা বড় ক্যানভাসে আমাদের এই প্রয়াস। এখানে আপনাদের পাশে থাকা খুব জরুরী, এই ওয়েবে আপনাদের অনুষ্ঠানে আপনাদের নাতক ও সিনেমার খবর, পাঠাবেন। আমরা আনন্দের সাথে যত্ন সহকারে তা মানুষের কাছে পৌঁছে দেবো।
আপনাদের সহযোগিতা আমাদের একাগ্রতা ‘বাংলা নাটক’ ওয়েবসাইটের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
সকল নাটক ও সিনেমা প্রিয় মানুষ ও কর্মীদের প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা ও বিশ্বনাট্যদিবস ২০২৩ এর শুভেচ্ছা।
এখানে বাংলায় নাতক ও সিনেমা নিয়ে নানা বিষয়ে আপনি লেখা পাঠাতে পারেন। নাটক, চিত্রনাট্য, প্রবন্ধ, খবর ইত্যাদি। আমাদের ওয়েব লক্ষ্য করলেই বুঝবেন।