Tuesday, May 6, 2025
Tuesday, May 6, 2025
Homeখবরগুরু শিষ্যের যৌথ নাট্য সমারহ

গুরু শিষ্যের যৌথ নাট্য সমারহ

নিজস্ব প্রতিবেদন

গত ৮ ই ডিসেম্বর ২০২৪, দমদম থিয়েএপেক্স মঞ্চে অনুষ্ঠিত হলো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে নির্মিত দুটি নাটক। প্রথম নাটক “ধুর! কি হবে” যার নাট্য ভাবনায় ছিল কৌশিক ভট্টাচার্য্য এবং তার এই ভাবনা কে মঞ্চে রূপদান দিয়েছেন তারই অন্যতম গুরু বাদল কাঞ্জিলাল। ষাট ঊর্ধ্ব বাদল বাবু তার শিষ্য কৌশিকের ভাবনাকে যথাযথভাবে, বর্তমান সময়ের আঙ্গিকে, একক অভিনয়ের মাধ্যমে দর্শক সম্মুখে, সমাজের উদ্দেশ্যে এক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন তার পরিবেশনার মধ্যে দিয়ে। মূলত আর জি কর ঘটনার অভয়াকাণ্ডকে উদ্দেশ্য করে নাট্য নির্মাণ হলেও বাদল বাবুর উদ্দেশ্য ছিল সমাজের বুকে সাধারণ মানুষের স্বার্থে এক ভিন্ন প্রকার আয়নার প্রদর্শন, যে ক্ষেত্রে উনি দক্ষতার সহিত সফল্য অর্জন করেছেন।  

এরই সাথে আরো একটি নাটক প্রদর্শিত হয় যেখানে গুরু ও শিষ্য অর্থাৎ কৌশিক ভট্টাচার্য্য ও শ্রী বাদল কাঞ্জিলাল একত্রে মঞ্চ ভাগাভাগি করে নির্মাণ করেন নাটক “আত্মজ”। কৌশিক ভট্টাচার্য্যের লেখা ও নির্দেশনায় এই নাটকটিতে দেখানো হয় সম্পর্কের টানা পড়েনে শ্রদ্ধা- ভালোবাসা-সম্মান ও আত্মচেতনার পারস্পরিক দ্বন্দ্ব। মূলত পিতা ও পুত্রের সম্পর্কের পরিপেক্ষিতে এই নাটকটি নির্মিত হলেও,নাটকের শেষে ভারী চমৎকার এক চমকের সৃষ্টি করেছে কৌশিক। পিতার ভূমিকায় বাদল বাবুর অভিনয় যথার্থ প্রশংসনীয় এবং পুত্রের ভূমিকায় কৌশিক দক্ষ ও বিচক্ষণতার পরিচয় রাখেন। এছাড়া এর পাশাপাশি নাটকটিতে নবাগতা অভিনেত্রী অরুনিমা খুবই যত্নশীল অভিনয়ের সাক্ষ্য রাখেন। সামগ্রিকভাবেই নাটকটিকে সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার স্বার্থে আবহ ও আলোর প্রয়োগ ছিল যথার্থভাবে সমসাময়িক এবং এই দায়িত্ব পালনে আলোকশিল্পী রাজা রায় ও আবহ নির্মাণ শিল্পী অভিজিৎ দলুই প্রকৃত অর্থে প্রশংসার দাবি রাখে।

গুরু শিষ্যর এই মেলবন্ধনে বাংলা নাটককে আগামীতে সমৃদ্ধ হবে নিশ্চই। এদিনের এই অনুষ্ঠানে মুখ্য সঞ্চালনার ভূমিকায় ছিলেন বিশিষ্ট নাট্যনির্দেশক ও অভিনেতা সপ্তর্ষি চক্রবর্তী এবং সহযোগী বন্ধু দল হিসেবে গুরু শিষ্যের এই মেলবন্ধনকে মেলে ধরতে সাহায্য করেছে বালিগঞ্জ আরুষি নাট্যদল ও অনামিখা সংস্থা। বাংলা নাটকের আগামী স্বার্থে এই বন্ধুত্ব পরায়ণ দীর্ঘ হোক হবে নিশ্চিত।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular