Tuesday, January 14, 2025
Tuesday, January 14, 2025
Homeসিনেমাআধুনিক সিনেমাভুতপ্রেমীদের মন ছুঁতে মুক্তি পাচ্ছে ‘ভুতপরী’  

ভুতপ্রেমীদের মন ছুঁতে মুক্তি পাচ্ছে ‘ভুতপরী’  

নৈতিক রায়   

কোয়েল মল্লিক ছোটদের জন্য নিয়ে আসছেন ভুতপরী। এই ছবির পরিচালক সৌকর্য ঘোষাল। এর আগে তার নির্দেশিত ছবির নাম ‘রেনবো জেলি’। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মেসের ব্যানারের ছবি ‘ভুতপরী’।  

এই ছবিতে মুখ্য অভিনেত্রী জয়া আহসান। চরিত্রের নাম বনলতা। ভুতের গল্প এই ছবির প্রধান প্রতিপাদ্য বিষয়। এই ভুত চরিত্রটি যিনি মারা গেছেন ১৯৪৭ সালে। তাকে দেখতে পায় ২০১৯ সালের এক ছোট ছেলে সূর্য নয়ন। এই ছোট ছেলের চরিত্রে অভিনয় করছেন বিশান্তক মুখার্জী। এই ছবিতে সূর্যনয়েনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে একটি এক চোরের ভূমিকায়। 

ট্রেলারের শুরুতেই ঋত্বিকের অসাধারণ ভয়েস ওভার বা গল্প শোনাবার কন্ঠটি শুনে ট্রেলার থেকে চোখ সরানো যাবে না।   

ছবির কেন্দ্রীয় চরিত্র একজন মহিলা, যিনি মারা যান ১৯৪৭ সালে। ২০১৯ সালে এই ছোট এক ছেলে অর্থাৎ সূর্যনয়নের সাথে তার দেখা হয়। যে ছেলে তাকে সাহায্য করে তার মৃত্যু রহস্য সমাধান করতে। তিনি জানতেন তিনি স্বাভাবিক ভাবেই মারা গেছেন, কিন্তু মরার পর, তিনি জানতে পারেন তাকে খুন করা হয়েছিল। হয়তো অতৃপ্ত আত্মাই আজও ঘুরে বেড়াচ্ছে সমাজেরই অন্দরে। এই বক্তব্যের মধ্যে দিয়ে সিনেমা কি বলতে চাইছে, সেটা জানা ও বোঝার জন্য প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে যেতেই হবে।        

সুরিন্দর ফিল্মের ব্যানারে নির্মিত এই ছবি। এই ছবির মিউজিক করেছেন নবারুন বোস। ছবিটি নিবেদন করছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পরিচালক সৌকর্য ঘোষাল।  

জয়া এহসান যে শিসু শিল্পীর সাথে কাজ করেছেন , সে এখন অনেক বর হয়ে গেছে, এরমই মন্তব্য করেন একটি ইন্টাভিউতে। অভিনেত্রী ভুতকে বিশ্বাস করেন। এর আগে তিনি  তিনি ভুত চরিত্রে অভিনয় করেন নি, তার মনে হয় দর্শকের এই চরিত্র ভালো লাগবে।

আগামী ৯ ফেব্রুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভুতপরী। বড় পর্দায় এই ছবি ভুত প্রেমীদের মন কাড়বে এটা নিশ্চিত।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular