Tuesday, December 17, 2024
Tuesday, December 17, 2024
HomeখবরJagriti Natyotsab: শ্যামনগর রবীন্দ্রভবনে জাগৃতির হীরক জয়ন্তীতে নাট্যোৎসব

Jagriti Natyotsab: শ্যামনগর রবীন্দ্রভবনে জাগৃতির হীরক জয়ন্তীতে নাট্যোৎসব

নিজস্ব প্রতিনিধি

জাগৃতির হীরক জয়ন্তী বর্ষে বাংসরিক উৎসব এবার ৭১তম বর্ষে পদার্পন করলো। আগামী ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব শ্যামনগর রবীন্দ্রভবন মঞ্চে। ভাটপাড়া পৌরসভার সহযোগিতায় এই আয়োজন।

অনুষ্ঠানের উদবোধন করবেন রেবা রায় (পৌর প্রশাসিকা)। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমানাথ শ্যাম, নাট্য একাডেমীর সদস্য অতনু সরকার ও জয়দীপ ভৌমিক প্রমুখ।

প্রথমদিন, ২ ডিসেম্বর থাকবে থিয়েলাইট প্রযোজনায় ‘দুর্গা রহস্য’, যার নাটক ও নির্দেশনায় অতনু সরকার। এরপর আগরপাড়া থিয়েটার পয়েন্ট প্রযোজিত সঙ্গীতা চৌধুরির নাটক ‘বিনি সুতোর মালা’, যা পরিচালনা করেছেন রণি ভৌমিক। এরপর সন্ধ্যা ৭-৩০ এ খড়দহ আরিহির প্রযোজনায় অনুপম দাশগুপ্তের নাটক ‘জাগিরূহ’ নির্দেশনায় অমিত চক্রবর্তী।

৩ ডিসেম্বর রবিবার বিজয় মুখার্জী নিবেদিত বালগঞ্জ স্বপ্ন সূচনা প্রযোজিত সমরেশ মজুমদারের নাটক ‘তিন নম্বর চোখ’, নির্দেশনায় অতনু সরকার। এরপর সৃষ্টি সালকিয়ার প্রযোজনা মোহিত চত্তোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ‘ভগবানও ভুল করে’। নাটক প্রয়োগ হরপ্রসাদ চক্রবর্তী।

৪ ডিসেম্বর কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার  প্রযোজিত অয়ন জোয়ারদারের নাটক ‘ত্রিনয়নী’ যার প্রয়োগে বিভুভূষণ সাহা। এরপর বিরনগর মালঞ্চ নাট্যগোষ্ঠীর নাটক ‘ডোরাই’। শিবশঙ্কর চক্রবর্তীর নাটক নির্দেশনা দিয়েছেন কনক মুখার্জী। এরপর থাকছে চন্দননগর বর্ণকথার প্রযোজনায় ‘ভাইরাস’, নাটক ও প্রয়োগ সমর চট্টোপাধ্যায়।

৫ ডিসেম্বর থাকছে তিনটি নাটক প্রথমে মালদা ড্রামাটিক ক্লাবের প্রযোজনায় সৌমেন্দু ঘোষের নাটক ‘বাদশা বেগম’ যার প্রয়োগে রয়েছেন দেবাশিস সরকার। এরপর দিলীপ মুখার্জী স্মৃতি সংঘের প্রযোজনায় আবুলা বাসারের গল্প অবলম্বনে অমল রায়ের নাটক ‘কোজাগরী’ যার নির্দেশনা দিয়েছেন বিষ্ণু দে ও কিরীটি কাঞ্জিলাল। এরপর আতপুর সঙ্ঘশ্রীর প্রযোজনায় পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাটক ‘একুশ শতকের মা’, নির্দেশনা অমিত রায়।

৬ ডিসেম্বর জলপাইগুড়ির উদিচী নাট্য সংস্থা প্রযোজনায় শিবশংকর চক্রবর্তীর নাটক ‘আমি আয়না’, প্রয়োগে সঞ্জয় কুমার ঘোষ। এরপর কাঁচরাপাড়া ফিনিক প্রযোজিত সুমিত ঘোষের নাটক ‘স্বপ্ন পূরণ’ নির্দেশনাত কাবেরী মুখার্জী। এরপর শ্যামনগর নাট্যাবিতানের প্রযোজনায় ‘ইন্সানিয়াত’ নাটক নির্দেশনায় শুভেন্দু মজুমদার।

৭ ডিসেম্বর শেষ দিনে জাগৃতি সদস্য সম্মান প্রদান করা হবে। এরপর মনোজ মিত্রের নাটক শক্তি কুমার ঘোষ ও বিশ্বনাথ বিশ্বাসের নির্দেশনায় ‘দম্পতি’। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular